shono
Advertisement

Breaking News

nilanjana sengupta

মেয়ে সারার জন্মদিনে মনখোলা চিঠি নীলাঞ্জনার, যিশু কেন চুপ?

সব বিতর্ক ও গুঞ্জনকে পিছনে ফেলে 'খাদান' ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন যিশু।
Published By: Akash MisraPosted: 04:38 PM Nov 11, 2024Updated: 04:38 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা টলিপাড়াই জানে যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের তিক্ততার কথা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। নীলাঞ্জনা তাও মাঝে মধ্য়েই নানা ইঙ্গিতে, বিচ্ছেদ নিয়ে নানা মন্তব্য করেন, যিশু কিন্তু একেবারেই চুপ। বরং সব বিতর্ক ও গুঞ্জনকে পিছনে ফেলে 'খাদান' ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন তিনি। তবে এবার মেয়ে সারার জন্মদিনে সোশাল মিডিয়ায় মনখোলা এক চিঠি লিখলেন নীলাঞ্জনা। সেই লেখায় উঠে এল তাঁর জীবন দর্শন।

Advertisement

নীলাঞ্জনা লিখলেন, ''তুমি আমার অস্থিরতা মন দেখেছো, আবার কখনও অভিযোগ করি তোমার কাছে। কান্নায় ভেঙে পড়ে তোমার কাঁধের আশ্রয় নিই। তুমি বড় হয়েছ, তুমি আমার থেকেও অনেক বেশি সাহসী...তুমি আমার রাজকন্যা, তোমার জন্য সবার প্রথমে আমিই চিৎকার করব, গলা ফাটাব। সে তুমি যে ক্ষেত্রেই কাজ কর না কেন।'' তবে নেটপাড়া লক্ষ্য করেছে, মেয়ের জন্মদিনে যিশু কিন্তু প্রকাশ্যে চুপই রয়েছেন। এখনও পর্যন্ত যিশুকে কোনও কিছুই শেয়ার করতে দেখা যায়নি।

ডিভোর্সের বিষয়ে যিশু-নীলাঞ্জনা দুজনেই চুপ। নীলাঞ্জনা সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও যিশু এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনওরকম ইঙ্গিতবাহী পোস্ট করেননি। শোনা যাচ্ছে, শিনাল সুর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনেতার কর্মক্ষেত্রে সুবিধের জন্যই বন্ধু হিসেবে তাঁর বাড়িতে জায়গা দিয়েছিলেন তাঁকে। কিন্তু নীলাঞ্জনা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি যে, সেই বন্ধুর জন্যই তাঁর ঘর ভাঙবে! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, বন্ধুমহলে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। প্রায় কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবরে কষ্ট পেয়েছেন নীলাঞ্জনার বাবাও। মাসখানেক আগেই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন তিনি। এমতাবস্থায় এটা যে তাঁর জন্য বড় আঘাত, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, স্ত্রী-সন্তানদের পাশাপাশি শ্যালিকা চন্দনা ভৌমিকের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন যিশু।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী-সন্তানদের পাশাপাশি শ্যালিকা চন্দনা ভৌমিকের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছেন যিশু।
  • গোটা টলিপাড়াই জানে যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের তিক্ততার কথা।
Advertisement