সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে বলিউডের মাদকযোগের ঘটনায় আলোড়িত হয়েছিল আসমুদ্রহিমাচল। বাদশাপুত্র আরিয়ান খানের মাদক মামলা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল সকলকে। এবার ফের বলিউডে আরও এক মাদকযোগের খবরে রীতিমতো নড়েচড়ে বসেছে সকলে। দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে বলিউডের দুই অভিনেত্রীর যোগ থাকার অভিযোগ উঠেছে।
সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর ও মুম্বই পুলিশ একটি তল্লাশি অভিযান চালায়। সেখানে উঠে আসে মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত সেলিম ডলারের নাম। সেই সূত্র থেকেই জানা যায় নাকি এমন একটি চক্র সম্পর্কে যা মূলত দুবাই থেকে চালনা করা হয়। ওই মাদক চক্রের সঙ্গে যুক্ত এক অন্যতম অভিযুক্তকে আরব আমিরশাহি থেকে ভারতে গ্রেপ্তার করা হলে জেরার মুখে বলিউডের দুই খ্যাতনামী অভিনেত্রীর নাম। উঠে আসে নোরা ফতেহি ও শ্রদ্ধা কাপুরের নাম। শুধু তাই নয়। ওই অভিযুক্ত বলেন, দাউদ ইব্রাহিমের বিদেশের বিভিন্ন মাদক পার্টিতে মাঝেমাঝেই গিয়ে থাকেন নোরা ও শ্রদ্ধা। এখানেই শেষ নয়, দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেনও হয় তাঁদের। সঙ্গে জড়িয়ে রয়েছেন নাকি নোরার দাদা সিদ্ধার্থ কাপুরও। খুব শিগিগিরি এঁদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশ সমন পাঠাবে বলেও শোনা যাচ্ছে।
যখন এই ঘটনায় তোলপাড় মায়ানগরী তখন মুখ খুললেন মডেল-অভিনেত্রী নোরা। এদিন নিজের সোশাল মিডিয়ায় তাঁর স্পষ্ট সাফাই, "আমি কোনও পার্তিতে জগদান করি না। আমি আমার কাজ নিয়েই থাকতে ভালোবাসি। আমার ছুটির দিনেও আমি বাড়িতে থাকতেই পছন্দ করি।"
নোরা আরও লেখেন, "নিজের কাজ, লক্ষ্য ও স্বপ্নপূরণই আমার সারাদিনের নেশার দ্রব্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমি একবারেই এরকম কোনও কিছুর সঙ্গে যুক্ত নই। আগামীতে আমার নাম নিয়ে যাঁরা এরকম অপবাদ ছড়াবেন তাঁদের জন্য এর ফল একেবারেই সুখের হবে না।'
