shono
Advertisement

Breaking News

Yash-Nusrat

দিলজিতের কলকাতা কনসার্টে যশ-নুসরতের নাচ, ভিডিও পোস্ট করে নায়িকা লিখলেন...

মঞ্চে তখন নিজের সুপারহিট গান 'লাভার' গাইছিলেন দিলজিৎ।
Published By: Suparna MajumderPosted: 09:00 AM Dec 01, 2024Updated: 10:15 AM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর মাসের শেষ দিন। শনিবার কলকাতার রাত ছিল দিলজিৎ দোসাঞ্ঝের। আর সেই রাতের সাক্ষী যেমন সাধারণ দর্শক থাকলেন, তেমনই দিলজিতের সুরেলা আয়োজন উপভোগ করলেন টলিউতের তারকা জুটি যশ-নুসরত। একসঙ্গে নাচলেন 'লাভার' গানে।

Advertisement

দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে 'সিটি অফ জয়' কলকাতায় পা রাখেন দিলজিৎ। কলকাতায় এসেই বাংলা সংস্কৃতিকে যেন ভালোবেসে ফেলেছেন দিলজিৎ। আর সেই কারণেই ‘আমি শুনেছি সেদিন…’, বাংলা গান সঙ্গী করেই গোটা কলকাতা চষে ফেলেন পাঞ্জাবি রকস্টার। এখানেই শেষ নয়, কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছিলেন গায়ক-অভিনতা।

পাঞ্জাবি স্টারের গানের অনুরাগী যশ-নুসরত। তাই তো সুযোগ পেয়েই কনসার্টে চলে যান। নুসরতের পরনে ছুল ফ্লুরোসেন্ট কালারের জ্যাকেট। যশ পরেছিলেন নীল টি-শার্ট। মঞ্চে তখন নিজের সুপারহিট গান 'লাভার' গাইছিলেন দিলজিৎ। তাতেই রোম্যান্টিক হয়ে ওঠেন যশ-নুসরত। নাচতে নাচতেই করেন প্রেমের অঙ্গীকার। দিলজিৎকে ট্যাগ করে কনসার্টের ভিডিও শেয়ার করেন নুসরত। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'মনের সবটাই দিয়ে দিলাম।'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঞ্চে তখন নিজের সুপারহিট গান 'লাভার' গাইছিলেন দিলজিৎ।
  • নুসরতের পরনে ছুল ফ্লুরোসেন্ট কালারের জ্যাকেট। যশ পরেছিলেন নীল টি-শার্ট।
Advertisement