সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে তাঁর উপস্থিতি চর্চিত হয় না! রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইসা দেবগন, সকলের প্রিয় ওরহান আত্রামানি ওরফে ওরি। কখন কাকে কী বলেন?... বলিপাড়ার এই 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে নিয়ে পাপারাজ্জিরাও তটস্থ হয়ে থাকেন। এবার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে 'ছক্কা' সম্বোধন করে বিতর্কে জড়ালেন ওরি। লাগাতার কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।
বলিমহলে রসবোধের জন্যেই জনপ্রিয় ওরি। তবে এবার এক কমেডি শোয়ের ভিডিও পোস্ট করে তিনি যা লিখলেন, তাতে বিতর্কের ঝড় নেটপাড়ায়। সেই ভিডিওতে রূপান্তরকামী বেশে দুজনকে মারপিট করতে দেখা যায়। বলাই বাহুল্য শোয়ের আসর জমাতে এহেন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। তবে ঝগড়ার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটদুনিয়ায় যেভাবে বিদ্রুপ করলেন ওরহান আত্রামানি, তা নিয়েই ছিছিক্কার পড়ে গিয়েছে সর্বত্র। ওরি লিখেছেন, 'কমেডি শোয়ে গিয়ে যখন দেখেন, দুই ছক্কা আপনার পিছনে ঝগড়া করছে।' 'সেলেব ইনফ্লুয়েন্সারে'র এহেন মন্তব্যেই বিতর্কের পারদ চড়েছে। এহেন 'অসংবেদনশীল' মন্তব্য করায় কাঠগড়ায় দাঁড় হতে হয়েছে ওরিকে। অতঃপর উঠতে-বসতে 'হিপোক্রিট' বলে কটাক্ষও শুনতে হচ্ছে তাঁকে। বিশেষ করে আপত্তি উঠেছে 'ছক্কা' শব্দটি নিয়ে।
ভিডিও দেখে কেউ বললেন, এটা অত্যন্ত লজ্জাজনক! মজা, ঠাট্টা মেনে নেওয়া যায়, কিন্তু নিত্যদিন একটা সম্প্রদায়কে অপমান করা ঠিক নয়। কারও মন্তব্য, ভীষণ অবমাননাকর। কেউ বা ওরিকে মনে করিয়ে দিলেন, এটা ব্যঙ্গ করার মতো বিষয় নয়। একাংশের তোপ, 'ছক্কা' শব্দটা ব্যবহার করা উচিত হয়নি। কেউ কেউ আবার সপাটে ওরির লিঙ্গ নিয়েও প্রশ্ন তুললেন। এককথায় নেটভুবনে বিতর্কের শিরোনামে ওরি।
