সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি মন্ধানা। সোশাল মিডিয়ায় সেকথা পরিষ্কার করে দিয়েছেন বিশ্বজয়ী ক্রিকেটার। একই ভাবে বলিউডের সুরকার পলাশও সোশাল মিডিয়ায় বিয়ে ভাঙার খবরে সিলমোহর দিয়েছেন। সেই সঙ্গে পালটা হুমকিও দিয়েছেন। যাঁরা পলাশের চরিত্র নিয়ে 'ভুয়ো খবর' ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বার্তা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ লিখেছেন, 'আমি জীবনে এবার এগিয়ে যেতে চাই। ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে আসছি। লোকে যেভাবে আমার জীবনের সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবু আমি নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছি। বিশ্বাস করি, এই সমাজ মিথ্যা, মুচমুচে গল্পগুলো নিয়ে চর্চা করা থামাতে শিখবে। এই গল্পগুলোর সত্যতা কী?'
তিনি এখানেই থামেননি। এরপরই পলাশের বিস্ফোরণ, 'এই ধরনের কথাবার্তা বহু মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে। যাঁরা আমার নামে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে আমার চরিত্রহনন করছে, তাঁদের বিরুদ্ধে আমার দল ব্যবস্থা নেবে।' কিন্তু বিয়ে কেন ভাঙল, সে বিষয়ে তিনি কিছু জানাননি। স্মৃতি বিয়ে ভাঙার কথা জানালেও সম্পর্ক ভাঙছেন কি না পরিষ্কার করে জানাননি, সেখানে পলাশ সম্পর্ক ভাঙার কথাও জানিয়ে দিয়েছেন।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। তবে এই বিষয়ে বিশ্বজয়ী ক্রিকেটার মুখ খোলেননি।
