সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার মধ্যে নাকি অশান্তি চলছে। এমনকী, ছড়িয়ে পড়ে বিচ্ছেদের খবরও। তবে এই নিয়ে মুখ খোলেননি পরিণীতি ও রাঘব। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন পরিণীতি। যা দেখে প্রথমে নেটিজেনরা অবাক হলেও, পরে ফাঁস হয় আসল তথ্য।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। এই মুহূর্তে স্বামীকে ছেড়ে লন্ডনে রয়েছেন পরিণীতি। অন্যদিকে স্বামী দিল্লির পার্লামেন্টে বক্তব্য পেশ করছেন। সুদূর লন্ডন থেকেই স্বামীর বক্তব্যের দিকে নজর রেখেছেন পরিণীতি। আর সেই কথাই সোশাল মিডিয়ায় লিখলেন পরিণীতি।
অভিনেত্রী লিখলেন, ''এইভাবেই তাঁকে কাছ থেকে দেখা যায়। অনেক মাইল দূরে থেকেও। ''
[আরও পড়ুন: ‘মুক্তির এই আলো…’, বাংলাদেশ নিয়ে গান বাঁধলেন কবীর সুমন, শুনে নিন]
বলিউডে বর্তমানে তাঁর কাজের সংখ্যা হাতেগোনা। মাসখানেক আগেই ‘চমকিলা’ সিনেমায় চমক দেখিয়েছিলেন। তবে এখন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সুখের ঘরকন্নায় ব্যস্ত বলিউড অভিনেত্রী। ওদিকে দিদি প্রিয়াঙ্কা চোপড়া যখন মার্কিন মুলুকের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন নিত্যনতুন কাজে, তখন বোন পরিণীতি খানিক থিতু। এবার তাঁর পোস্টে জীবন দর্শনের পাঠ। অভিনেত্রী বলছেন, “বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত! দুনিয়া কী ভাবছে, যায় আসে না।”
এই পোস্ট দেখে একাংশ আবার অভিনেত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ তো আবার সন্দিহান স্বামী রাঘব চাড্ডার সঙ্গে দাম্পত্য কলহ বাঁধল কিনা? তবে এই প্রসঙ্গে উল্লেখ্য কয়েক মাসে আগেই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি পোস্ট করেছিলেন পরিণীতি। যেখানে সাফ লেখা- “তোমার মতো কেউ নেই।” অতঃপর দাম্পত্য অশান্তি যে নয়, এই পোস্টের নিশানা অন্য কেউ, সেটা বলাই বাহুল্য। কিন্তু কাকে নিশানা করে পরিণীতি চোপড়া এমন জীবনদর্শন শেয়ার করলেন? সেই উত্তর অধরা।