সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে সংসার পেতেছেন। বলিউডে চুটিয়ে কাজ করার পর হলিউডেও নিজের অভিনয় দক্ষতায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পপ তারকা নিক জনাসের সঙ্গে ঘর বেঁধেছেন বিগত আট বছর। কোল আলো করে এসেছে সন্তান মালতী। অথচ বিদেশের মাটিতে পাকাপাকিভাবে থাকার পরও নিজের সংস্কৃতিকে এতটুকু ভোলেননি প্রিয়াঙ্কা। নিজের দেশের সমস্ত উৎসবে এবং পরবে প্রথা মেনে সবটুকু পালন করেন অভিনেত্রী। ঠিক সেভাবেই সমস্ত রীতি মেনে এইবছরের করবা চৌথ পালনের সমস্ত আয়োজন করলেন প্রিয়াঙ্কা।
শুক্রবার করবা চৌথের আগে হাত ভরে মেহেন্দি পরলেন প্রিয়াঙ্কা। লিখলেন স্বামী নিকের সম্পূর্ণ নাম। হাতের উপর 'নিকোলাস' নাম লেখেন প্রিয়াঙ্কা। শুধু কি তাই? নিজের ভাষায় অর্থাৎ হিন্দিতে স্বামীর নাম লিখলেন প্রিয়াঙ্কা। সুতরাং এখান থেকেই প্রকাশ পায় যে নিজের সংস্কৃতিকে কতটা আঁকড়ে বাঁচেন অভিনেত্রী। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু নিজেই নন সঙ্গে দোসর হয়েছেন মেয়ে মালতীও। তার হাতেও দেখা যাচ্ছে মেহেন্দির সুন্দর কারুকার্য। করবা চৌথ ছাড়াও বিভিন্ন হিন্দু উৎসবে মেতে ওঠেন প্রিয়াঙ্কা। চলতি বছরের দুর্গাপুজোতে মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারেও যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালে নিক ও প্রিয়াঙ্কার সম্পর্কের সূত্রপাত। ওই বছরই তাঁদের চার হাত এ হয়। যোধপুরের উমেদ ভবনে বসেছিল তাঁদের বিয়ের আসর। হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে হয়েছিল তাঁদের বিয়ে। অতঃপর সুখী দাম্পত্য এবং ২০২২ সালে তাঁদের কোল জুড়ে আসে সন্তান মালতী। সারোগেসির সাহায্যে মা হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও নিকের বয়সের প্রায় দশ বছরের পার্থক্য। স্ত্রীর থেকে দশ বছরের ছোট নিক। কিন্তু তা কখনও তাঁদের সম্পর্কের উপর প্রভাব ফেলেনি। চারিদিকে যখন অজস্র সম্পর্ক ভাঙার খবর তার মাঝেই নিক-প্রিয়াঙ্কা যেন আরও বেশি ভালোবাসা ছড়িয়ে দেয়।
