সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকে সন্তান। সামনে ল্যাপটপ। তাতে চলছে কাজ। এমন ছবি শেয়ার করেই মা হওয়ার খবর দিলেন রাধিকা আপ্তে। সপ্তাহ খানেক আগেই মা হয়েছেন অভিনেত্রী। খবর জানালেন শুক্রবার। ছেলে হয়েছে না মেয়ে? তা জানাননি অভিনেত্রী। তবে মিষ্টি এই ছবি সকলের মন জয় করে নিয়েছে।
অন্তঃসত্ত্বা হওয়ার খবরও আচমকাই জানিয়েছিলেন রাধিকা। যেখানে সেলিব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নেন, সেখানে অভিনেত্রী হাঁটেন উলটোপথে। গত ১৭ আক্টোবর আচমকাই বেবিবাম্প-সহ ছবি পোস্ট করেন তিনি। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনও কথা লেখেননি অভিনেত্রী। তবে ছবি দেখেই নায়িকার অনুরাগী ও সহকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই লন্ডন চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রাধিকা। রেড কার্পেট ওয়াকের পর দেন সাক্ষাৎকার। আবার সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সেই অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।'
উল্লেখ্য, ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তার পর থেকেই মুম্বই থেকে লন্ডন উড়ে বেড়াতেন তিনি। একদিকে কেরিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। তবে কখনই রাধিকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উলটে যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপটি করেই থাকতেন। তবে এবার আর রাখঢাক নয়। বিয়ের ১২ বছর পর মা হলেন নায়িকা।