shono
Advertisement
Rahul Arunoday Banerjee

ফের একফ্রেমে রুকমা-রাহুল! ব্যাপারটা কী?

সোশাল মিডিয়ায় ভাইরাল রাহুল-রুকমার ছবি।
Published By: Akash MisraPosted: 07:12 PM Aug 07, 2024Updated: 07:12 PM Aug 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক ফ্রেমে রাজা-মাম্পি! হ্য়াঁ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই জুটির ছবি শেয়ার হতেই হইচই। তাহলে কি রাজার জীবনে ফের মাম্পির আগমণ? ভাবছেন এ আবার নতুন কোনও গল্প নাকি!

Advertisement

আসুন খোলসা করি। আসলে ইনস্টাগ্রামে সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবির ক্যাপশনে রাহুল লিখলেন, 'কাছের মানুষ দূরের দর্শন'। রাহুল-রুকমাকে একফ্রেমে দেখে অনুরাগীদের মধ্যে গুঞ্জন, তাহলে কি নতুন কিছু শুরু হচ্ছে ? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি।

‘দেশের মাটি’ ধারাবাহিকে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন তাঁরা। আর প্রথম থেকেই দর্শকরা খুবই পছন্দ করে ফেলেছিলেন তাঁদের। এমনকী, এমনও দেখা গিয়েছিল ধারাবাহিকের প্রধান জুটিকেও কখন যেন জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছেন তাঁরা। এরপর ধারাবাহিক ‘লালকুঠি’তেও একেবারে প্রধান জুটি হিসেবেই দেখা গিয়েছে রাহুল-রুকমাকে।

[আরও পড়ুন: ‘তুমি মেডেলের উর্ধ্বে! সোনার মেয়ে’, বিধ্বস্ত ভিনেশ ফোগাটের পাশে আলিয়া, করিনা, ফারহানরা]

‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর আড়ালেও কি তাঁরা মন দেওয়া নেওয়ায় মেতেছেন? এরকমই গুঞ্জন উঠেছিল একসময়। তবে সে সব সম্ভাবনাকে মুহূর্তে নস্যাৎ করতেই দেখা গিয়েছে রাহুল-রুকমাকে। এর আগে রুকমাকে বলতে শোনা গিয়েছিল, ”এটা ঠিকই যে, লোকে বলছে আমরা নাকি প্রেম করছি। কিন্তু সত্যি কথা বলতে কী, আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। আমরা দু’জনেই খুব ভাল বন্ধু।” একই ভাবে রাহুলও পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, ”প্রেম করতে যাব কেন?” তবে এখনও রুকমা ও রাহুলকে যে দর্শক দারুণ ভালোবাসে। তার প্রমাণ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁদের নতুন ছবি।

[আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা! ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী কৌশিক-অপর্ণারা চুপ কেন?’, খোঁচা তথাগতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তার প্রমাণ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁদের নতুন ছবি।
  • ভাবছেন এ আবার নতুন কোনও গল্প নাকি!
Advertisement