সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ১১ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে। আর সেই অনুষ্ঠানেই এই বছর ফের সঞ্চালকের ভূমিকায় দর্শক দেখতে পাবেন কিং খানকে। বেশ কয়েক বছর পর আবারও এই ভূমিকায় তাঁকে ফিল্মফেয়ারের মঞ্চে দেখবেন দর্শক। অভিনয় হোক কিংবা সঞ্চালনা সব ক্ষেত্রেই নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে তাঁর জুড়ি মেলা ভার। তিনি মঞ্চে আসা মানেই হাসি-মজা থেকে আবেগে সব অনুভূতিতে দরশক-অনুরাগীদের ভাসাতে শাহরুখের জুরি মেলা ভার। কয়েক বছরের বিরতি শেষে তাঁর এই প্রত্যাবর্তনে বেজায় খুশি তাঁর অনুরাগীমহল।
একদিকে যখন আহমেদাবাদে আয়োজিত ফিল্মফেয়ারে যোগ দিতে যাবেন বাদশা তখন কলকাতা থেকে সেই একই গন্তব্যের উদ্দেশ্যে একই দিনে রওনা দিচ্ছেন আবির ও কৌশানী। সঙ্গে থাকবেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ১১ অক্টোবর আহমেদাবাদে যাচ্ছেন তাঁরা। নেপথ্যে কোন কারণ? না তাঁরা ফিল্মফেয়ারে যোগ দিতে যাচ্ছেন না। তবে বাংলা ছবির আরও এক ধাপ এগিয়ে যাওয়াকে উদযাপন করবেন তাঁরা ওই একই গন্তব্য আহমেদাবাদে। ঠিক কীভাবে? 'রক্তবীজ ২' পুজোয় মুক্তির পর বাংলায় চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়ার পর এবার এই তা জাতীয় স্তরের দর্শকের দরবারে পৌঁছে গিয়েছে এই ছবি। ১১ অক্টোবর তারই স্পেশাল স্ক্রিনিং আয়োজিত হয়েছে গুজরাটের আহমেদাবাদে। সারা দেশে মুক্তি পেলেও আহমেদাবাদে এই স্পেশাল স্ক্রিনিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর আগেই পরিচালক জুটির ২৫ বছরের উদযাপনে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল আদানি উইলমারের। আর তাই গুজরাটের আহমেদাবাদে এই স্পেশাল স্ক্রিনিং বিশেষ গুরুত্ব পায়।
উল্লেখ্য, এই পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে দিয়েছে ‘গেমচেঞ্জার’ ‘রক্তবীজ ২’! চার-চারটি পুজো রিলিজের ভিড়ে দ্বিতীয় দিনেও কলকাতা, শহরতলী থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের শো হয়েছে হাউসফুল। চলতি মাসে বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। ২ অক্টোবর, গোটা দেশে সাতটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালমের পাশাপাশি হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষাতেও মুক্তি পাচ্ছে এই সিনেমা। সারা দেশে মুক্তির পর এবার গুজরাটের আহমেদাবাদে ছবির স্পেশাল স্ক্রিনিং নিয়ে বেশ উচ্ছ্বসিত ছবির টিম।
