সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব-অনুষ্ঠানের আবহ মানেই উইন্ডোজ প্রযোজনা সংস্থার চমক! সাধারণতন্ত্র দিবসের সকালেও তার অন্যথা হল না। 'রক্তবীজ ২' (Raktabeej 2) রিলিজের সময়কাল জানিয়ে প্রকাশ্যে এল মোশন পোস্টার। ১০ সেকেন্ডের ছোট্ট টিজার পোস্টার। সেখানেই অ্যাকশন অবতারে ধরা দিলেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ছবির সিক্যুয়েলে যে তাঁরা রয়েছেন, তাতে আংশিক সিলমোহর পড়ল এই মোশন পোস্টারের সুবাদেই।
রবিবাসরীয় সকালেই নন্দিতা-শিবপ্রসাদ (Nandita Roy, Shiboprosad Mukherjee) একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যে, চলতি বছরের পুজোর বক্স অফিসের দখল নিতে তাঁরা আবার ফিরছেন। দশ সেকেন্ডের ঝলকে দেখা গেল, রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ। সেখানেই ফুটে উঠল 'রক্তবীজ ২' ছবির নাম। জানা গিয়েছে, এবার সিক্যুয়েলে আবির-মিমি জুটির পাশাপাশি সোহম চক্রবর্তীকেও সম্ভবত দেখা যেতে পারে। তবে এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার 'রক্তবীজ' একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে 'পুলু' ওরফে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার 'হিট মেশন' পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, বছরের পয়লা দিনেই পঁচিশের পুজোর স্লট বুক করে রেখেছেন দেব (Dev), ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। উৎসবের মরশুমে মুক্তি পাবে 'রঘু ডাকাত' (Raghu Dakat)। ইতিমধ্যেই ডাকাত সর্দার অবতারে দেবের লুক দর্শক, অনুরাগীদের কৌতূহলের পারদ চড়িয়েছে। অভিনেতা-পরিচালক জুটির 'গোলন্দাজ' দেখলেই আন্দাজ করা যায় যে এবারের পিরিয়ড ড্রামাতেও কোনওরকম কসরত বাকি রাখবেন না তাঁরা। প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। এবার শুধু শুটিং শুরু হওয়ার পালা। ২০২৫ সালের পুজোর বক্স অফিসে যে 'রক্তবীজ ২' বনাম 'রঘু ডাকাত'-এর ব্লকবাস্টার খেলা হবে, তা বলাই বাহুল্য।