shono
Advertisement
Ranbir Kapoor-Rajkumar Hirani

থমকে গেল রাজকুমার হিরানি ও রণবীর কাপুরের আগামী ছবির কাজ! কী নিয়ে সমস্যা?

কবে আসবে সেই ছবি?
Published By: Arani BhattacharyaPosted: 01:32 PM Oct 05, 2025Updated: 01:33 PM Oct 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকুমার হিরানি ও রণবীর কাপুরের যুগলবন্দি এর আগে দর্শককে উপহার দিয়েছে 'সঞ্জু'র মতো ছবি। ২০১৮ সালে তাঁদের এই ছবি দর্শকের দরবারে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই ছবি ছিল অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। সেই ছবির অসামান্য সাফল্যের পর ফের বলিউডে নতুন ছবি নিয়ে আসতে চলেছেন রণবীর ও রাজকুমার জুটি সে কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কবে আসবে সেই ছবি?

Advertisement

শোনা যাচ্ছে, রণবীর কাপুরকে নিয়ে ফের একটি বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা করছেন পরিচালক রাজকুমার হিরানি। স্বনামধন্য এক খেলোয়াড়ের জীবনী ফুটিয়ে তুলবেন এবার পরিচালক পর্দায়। তবে এই মুহূর্তে নাকি ছবির শুটিং শুরু হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছেন তাঁরা। এমনকি ছবি নির্মাণের নেপথ্যে যে যে বিষয়গুলি থাকে তা নিয়েও রীতিমতো কাজ শুরু করেছিলেন তাঁরা দু'জন। কিন্তু এই বছর রণবীরের বিভিন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত শিডিউল থাকার কারণেই নাকি পিছিয়েছে ছবির কাজ। যা শুরু হবে আগামী ২০২৭ সাল থেকে।

শুধু তাই নয় এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই মুহূর্তে রণবীরের ব্যস্ততার জন্যও ছবির শুটিং পিছিয়ে যেতেই পুরোদস্তুর নিজের আর এক ছবি 'দাদাসাহেব' নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। এই ছবিতে ফের তাঁর পরিচালনায় দেখা যাবে আমির খানকে। ইতিমধ্যেই ছবিতে দাদাসাহেব চরিত্রের লুক ও ছবির নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যস্ত আমির ও রাজকুমার। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে এই ছবির শুটিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, রণবীর কাপুরকে নিয়ে ফের একটি বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা করছেন পরিচালক রাজকুমার হিরানি।
  • স্বনামধন্য এক খেলোয়াড়ের জীবনী ফুটিয়ে তুলবেন এবার পরিচালক পর্দায়।
  • তবে এই মুহূর্তে নাকি ছবির শুটিং শুরু হচ্ছে না বলেই শোনা যাচ্ছে।
Advertisement