shono
Advertisement
Ranbir Kapoor

আচমকাই শাহরুখের পা ছুঁয়ে প্রণাম রণবীর কাপুরের, কাণ্ড দেখে হতবাক আরেক রণবীর!

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
Published By: Akash MisraPosted: 10:40 AM Dec 06, 2024Updated: 10:40 AM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মসনদে ফের ফড়ণবিস, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে শাহরুখ, সলমন, দুই রণবীরসহ অনুষ্ঠান একেবারে জমজমাট। যেন ফিল্মি দুনিয়ার তারকাদের রিইউনিয়ন। ঠিক এরই মাঝে হঠাৎ এমন কাণ্ড ঘটালেন রণবীর কাপুর, যা দেখে একেবারে হতবাক রণবীর সিং। তবে রণবীরের কাণ্ডে দেখে আরেক রণবীর হতবাক হলেও, সেই ভিডিও ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় কিং খানের জয়গান! ভাবছেন, এ আবার কেমন কাণ্ড! দুই রণবীর তো বুঝলেন, হঠাৎ করে কিং খান শাহরুখ কোথা থেকে এলেন?

Advertisement

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক বরং। সোশাল মিডিয়ায় দুই রণবীর ও শাহরুখের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ফড়ণবিসের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত শাহরুখ ও দুই রণবীর। শাহরুখ সোফায় বসে, আর দুই রণবীর ঠিক তাঁর সামনেই দাঁড়িয়ে। আচমকাই শাহরুখের সঙ্গে কথা বলতে বলতে, রণবীর কাপুর টুক করে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করে ফেললেন! রণবীর যে এমন করবেন, তা আগে থেকে একেবারেই আন্দাজ করতে পারেননি শাহরুখ। তবুও ছোটভাইয়ের মতো রণবীরকে আগলে ধরলেন কিং খান। কাছে ডাকলেন রণবীর সিংকেও। সেই ভিডিওই এখন ভাইরাল। 

মন দায়িত্ববাণ নাগরিক হিসেবে ভোট দিতে গিয়েছিলেন, ঠিক তেমনই এবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন বলিউড তারকারা। প্রাণনাশের হুমকির মাঝেই শপথগ্রহণ অনুষ্ঠানে ভাইজান।

দেবেন্দ্র ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানেই দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। স্ত্রীয়ের একসমকার প্রাক্তনকে নিয়ে মনে কোনও দ্বিধা-দ্বন্দ্ব রাখেননি রণবীর সিং। বলিপাড়ার দুই রণবীরকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল।

এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। আর সেখানেই চাঁদের হাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস।
  • ব্য়াপারটা একটু বিশদে বলা যাক বরং।
Advertisement