shono
Advertisement
Rashmika Mandanna

হাতে বাগদানের আংটি! বিজয়কে কবে বিয়ে করছেন রশ্মিকা?

ইনস্টা রিলসে দৃশ্যমান রশ্মিকার আংটি নিয়ে আলোচনা সর্বত্র।
Published By: Biswadip DeyPosted: 01:27 PM Oct 11, 2025Updated: 01:27 PM Oct 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাঁদের বাগদান কি সত্যিই হয়েছে? এই নিয়ে জল্পনা তুঙ্গে নেট ভুবনে। ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকা জুটি। কিন্তু দুই তারকার কেউই মুখ খোলেননি। এবার আচমকাই ইনস্টাগ্রাম রিলে রশ্মিকার আংটি যেন পরোক্ষে সেই গুঞ্জনকেই মান্যতা দিচ্ছে।

Advertisement

রশ্মিকা ইনস্টায় যে রিল শেয়ার করেছেন, সেখানে পোষ্যের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভিডিওয় মজার সেই মুহূর্তের চেয়েও আলোচনা মূলত শুরু হয়েছে তাঁর অনামিকার আংটিটি নিয়ে। অনেক নেটিজেন অবশ্য রশ্মিকার সৌন্দর্য, তাঁর পোষ্যপ্রীতি নিয়েও মন্তব্য করেছেন। কিন্তু অনেকেই দৃষ্টি আকর্ষণ করছেন কেবল আংটির দিকেই। তাঁদের দাবি, দুই তারকার বাগদানের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে ওই আংটি।

জোর গুঞ্জন, শিগগিরি চারহাত এক হবে রশ্মিকা-বিজয়ের। ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসেই নাকি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও জানা যায়নি। দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছরখানেক ধরেই। বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার। বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। তবে এবার তারকাজুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা ভূ-ভারতের অনুরাগীরা। কিন্তু চিরকালই এই বিষয়ে স্পিকটি নট তাঁরা!

বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশ-এর খেতাবও ব্যাগে পুরেছেন তিনি। এবার দেখার নিজের 'লাভ লাইফ' নিয়ে কবে মুখ খোলেন নায়িকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকা জুটি রশ্মিকা-বিজয়।
  • কিন্তু দুই তারকার কেউই মুখ খোলেননি।
  • এবার আচমকাই ইনস্টাগ্রাম রিলে রশ্মিকার আংটি যেন পরোক্ষে সেই গুঞ্জনকেই মান্যতা দিচ্ছে।
Advertisement