shono
Advertisement
Rashmika Mandanna

'পুরুষদেরও ঋতুস্রাব হোক', রশ্মিকার মন্তব্যে বিতর্কের ঝড়! কেন এমনটা চান নায়িকা?

রশ্মিকার মন্তব্য ঘিরে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
Published By: Arani BhattacharyaPosted: 03:15 PM Nov 07, 2025Updated: 05:53 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী বিনোদুনিয়া হোক কিংবা বলিউড নিজের অভিনয়ের জোরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন রশ্মিকা মন্দানা। 'ন্যাশনাল ক্রাশ' হিসেবেই পরিচিত তিনি। তবে জনপ্রিয়তা থাকার পরও বিতর্ক এড়িয়ে চলেন তিনি। ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে কখনও তাঁকে নিয়ে কোনও বিতর্কিত বিষয় সামনে আসেনি। তবে এবার যেন চেনা ছন্দ থেকে বেরিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন রশ্মিকা। যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আসেন রশ্মিকা। সেখানেই হোস্ট তাঁকে প্রশ্ন করেন, 'আপনার কি কখনও মনে হয়েছে যে, মহিলাদের প্রতি মাসে হওয়া ঋতুচক্র পুরুষদেরও হওয়া উচিত?' এর উত্তরে রশ্মিকা সঙ্গে সঙ্গে বলেন, "হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।" রশ্মিকার এই উত্তর ঘিরে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। বলা ভালো নেটিজেনরা দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন নায়িকার সমালোচনা করতে গিয়ে। কেউ কেউ বলছেন, 'রশ্মিকা সবসময় মনের কথা বলেন। তাঁর কথায় কোনও লুকোছাপা নেই।' অন্যদিকে তীব্র বিরোধিতা করে কেউ বলছেন, 'রশ্মিকা এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতিবিরুদ্ধ কথা বলেছেন। তাঁর কথার কোনও সঠিক যুক্তি নেই।' যদিও এই নিয়ে রশ্মিকার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে রশ্মিকার কেরিয়ারে এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গে বলা যায়। গত মাসেই মুক্তি পেয়েছে নায়িকার হরর-থ্রিলার ঘরানার ছবি 'থামা'। অন্যদিকে মুক্তি পেয়েছে নায়িকার নতুন ছবি 'গার্লফ্রেন্ড'। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে সেভাবে না আনলেও তিনি যে গোপনে বাগদান সেরেছেন তা প্রায় সকলেই জানেন। আগামী ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে সাত বছরের প্রেমের শুভ পরিণতি হবে বলেও গুঞ্জন। তাঁদের বিয়ের আসর বসবে নাকি রাজস্থানের উদয়পুরে। প্রসঙ্গত, দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরেই। তবে কোনওদিনই এই বিষয়ে স্পিকটি নট তাঁরা! বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশ-এর খেতাবও ব্যাগে পুরেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণী বিনোদুনিয়া হোক কিংবা বলিউড নিজের অভিনয়ের জোরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন রশ্মিকা মন্দানা।
  • 'ন্যাশনাল ক্রাশ' হিসেবেই পরিচিত তিনি। তবে জনপ্রিয়তা থাকার পরও বিতর্ক এড়িয়ে চলেন তিনি।
  • ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে কখনও তাঁকে নিয়ে কোনও বিতর্কিত বিষয় সামনে আসেনি।
Advertisement