সুমন করাতি, হুগলি: বিনোদনের জগতের অনেকেই এখন রাজনীতির ময়দানে। রীতিমতো দাপটের সঙ্গে দায়িত্ব পালন করছেন তাঁরা। মুখ্যমন্ত্রী ডাকলে কি রাজনীতিতে আসবেন? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জবাবে জানালেন, তিনি রাজনীতির কিছুই বোঝেন না।
চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে শুরু হয়েছে চুঁচুড়া উৎসব। বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহু সেলেবই এখন কাজের পাশাপাশি রাজনীতি করছেন। সাংসদ, বিধায়কও হয়েছেন। ডাক পেলে কি ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? চুঁচুড়া উৎসবে এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। জবাবে তিনি সাফ জানিয়েছেন, কোনওদিন না। তিনি শিল্পী হিসেবেই সকলের মনে থাকতে চান। কারণ তিনি রাজনীতির কিছুই বোঝেন না। যদি মুখ্যমন্ত্রী ডাকেন? ঋতুপর্ণার জবাব, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বুঝিয়ে বলবেন গোটা বিষয়টা।
নিজের স্টলে রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিকে চুঁচুড়া উৎসবে নিজের শাড়ি ও প্রসাধনী দ্রব্যের স্টল দিয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন,কেনাকাটা করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়। বিনামূল্যে মিলবে শাড়ি। এদিন মহিলাদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন রচনা। জানালেন পরিকল্পনা রয়েছে স্থায়ী দোকানের।