shono
Advertisement
Saif Ali Khan attack

সইফের উপর হামলায় ঘুম ছুটেছে বোন সাবার, ঋতুপর্ণার কাছে উদ্বেগ প্রকাশ শর্মিলাকন্যার

'অন্দরমহলে ঢুকে দাদা সইফের উপর হামলা', ভেবে কিণারা করতে পারছেন না সাবা আলি খান।
Published By: Sandipta BhanjaPosted: 05:02 PM Jan 16, 2025Updated: 05:08 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদি পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। শর্মিলা ঠাকুর তাঁর কাছে মাতৃসম। অতঃপর সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার খবর শুনেই বৃহস্পতিবার প্রবীণ অভিনেত্রীর সঙ্গে প্রথমে যোগাযোগ করার চেষ্টা করেন ঋতুপর্ণা। কিন্তু এহেন কঠিন পরিস্থিতিতে শর্মিলার ফোন নিরুত্তর দেখে তৎক্ষণাৎ সইফের বড় বোন সাবা আলি খানের (Saba Ali Khan) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন 'পুরাতন' অভিনেত্রী। যে ছবিতে পরিচালক সুমন ঘোষের ফ্রেমে শর্মিলার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। কী কথা হল সাবার সঙ্গে?

Advertisement

সংবাদমাধ্যমের কাছে ঋতুপর্ণা জানিয়েছেন, সাবা আলি খান এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। মুম্বইতে না থাকার দরুণ দাদাকে কাছ থেকে দেখতে পারছেন না। রাতে-বিরেতে খবর পেয়েই পতৌদি পরিবারের বড় মেয়ের ঘুম ছুটেছে। কিছুতেই দুচোখের পাতা এক করতে পারছেন না সাবা। ফোনে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, "বাড়ির অন্দরমহলে ঢুকে এভাবে হামলা! কিছুতেই বুঝতে পারছি না কীভাবে এমন ঘটনা ঘটল।"

গত অক্টোবর মাসেই মুম্বই চলচ্চিত্র উৎসবে 'পুরাতন'-এর স্ক্রিনিংয়ে হাজির ছিলেন শর্মিলা ঠাকুরের তিন সন্তান। সাবা এবং সোহা আলি খানের পাশাপাশি এসেছিলেন সইফ আলি খান নিজেও। তখনই সেই সিনেমা দেখে ঋতুপর্ণাকে প্রশংসায় ভরান বলিউড নবাব। সেইসময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, "সইফ তো সিঁড়িতে বসেই মায়ের ছবি দেখলেন। সারা আর সোহা মায়ের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পতৌদি পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর।
  • সংবাদমাধ্যমের কাছে ঋতুপর্ণা জানিয়েছেন, সাবা আলি খান এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। মুম্বইতে না থাকার দরুণ দাদাকে কাছ থেকে দেখতে পারছেন না।
  • রাতে-বিরেতে খবর পেয়েই পতৌদি পরিবারের বড় মেয়ের ঘুম ছুটেছে।
Advertisement