সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী হামলায় তাঁর আহত হওয়ার খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। হামলার ঘটনার ৬ দিন পর হাসপাতাল থেকে অবশ্য ছাড়া পান সইফ আলি খান। অবশেষে স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে বাড়ি থেকে বেরতে দেখা গেল। তাঁর সঙ্গে দেখা গেল ছেলে ইব্রাহিমকেও।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বেরিয়েছিলেন সইফ। তাঁর পরনে ছিল নীল টি-শার্ট, ডেনিম জিন্স। চোখে রোদচশমা। তবে দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। তাঁকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। পুলিশ আধিকারিকরা ছাড়াও ছিলেন নিরাপত্তা রক্ষীরা। তাঁর সঙ্গে দেখা গেল করিনাকেও। সোয়েটশার্ট ও জগার্স। পরে দেখা যায় ইব্রাহিমকেও।যদিও সইফ কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি।
মঙ্গলবার দুপুরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান সইফ। এরপর স্ত্রী, পুত্রদের নিয়ে ফেরেন পুরনো বাড়িতে, বান্দ্রার ‘ফরচুন হাইটস’-এ। আবাসনে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়েছে। এখানকার পরিবেশে অভিনেতা দ্রুত সুস্থ হবেন বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। শুটিং, জিম একেবারে বাদ।
কয়েকদিন আগে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য তা থেকে বেঁচেছেন। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তাঁর। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ‘ছোটে নবাব’-এর। অবশেষে স্বাভাবিক জীবনে তিনি ফিরতে চলেছেন, তা স্পষ্ট হল এদিনের ভিডিওতে।