সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোররাতে হামলার পর রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি হন সইফ আলি খান (Saif Ali Khan)। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর প্রথমে আইসিইউতে তাঁকে রাখা হলেও পরে স্থানান্তরিত করা হয় জেনারেল বেডে। নবাবের জীবনীশক্তি দেখে খোদ চিকিৎসকরাই হতবাক! 'টাইগার' বলে সম্বোধন করছেন। অস্ত্রোপচারের একদিনের মধ্যেই হাসপাতালে হাঁটাচলা করে, হাসিমুখে কথা বলেছেন সকলের সঙ্গে। তবুও নবাবের শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের কৌতূহল অনন্ত। এমতাবস্থাতেই, সোশাল মিডিয়ায় সইফের স্বাস্থ্যবিমার নথি ফাঁস!
নেটপাড়ায় স্বাস্থ্যবিমা যে তথ্য ছড়িয়ে পড়েছে সেখানেই চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। অস্ত্রোপচারের পর তিনি লীলাবতী হাসপাতালের স্যুটরুমে রয়েছেন। মোট পাঁচ দিন তাঁর হাসপাতালে থাকার কথা। ১৬ জানুয়ারি যেদিন ভর্তি হয়েছিলেন, সেদিনই ওই স্বাস্থ্যবিমা থেকে চিকিৎসার খরচের অনুমোদন দেওয়া হয়। আগামী ২১ জানুয়ারি অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। অতঃপর মোট পাঁচদিনের চিকিৎসাবাবদ একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে হাসপাতালকে। হাসপাতালে বিল মোট ৩৫ লক্ষ টাকা। সেই টাকা ওই স্বাস্থ্যবিমার কোম্পানির কাছে দাবি করেছেন অভিনেতা। যার মধ্যে ২৫ লক্ষ টাকা ওই বিমা প্রদানকারী কর্তৃক অনুমোদিত হয়েছে।
বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ওই স্বাস্থ্যবিমা সংস্থার তরফে। সেখানে উল্লেখ, "সইফ আলি খান আমাদের সংস্থার গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল, প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য আমরা সেই অর্থ অনুমোদন করেছি। সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সইফ এবং তাঁর পরিবারের পাশে রয়েছি।" এদিকে হাসপাতালের মোটা অঙ্কের বিল সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সইফ অনুরাগীরা উদ্বিগ্ন। সইফের উপর আক্রমণকারী ১ কোটি টাকা দাবি করেছিল। সেই প্রসঙ্গ টেনে এনেই ওই বিমা সংস্থাকে তুলোধনা করেছেন ভক্তরা। জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী দিন তিনেকের মধ্যেই সইফ আলি খানকে ছেড়ে দাওয়া হবে।