shono
Advertisement

Breaking News

Saiyaara

'সাইয়ারা'র মুকুটে নয়া পালক, অহন-অনীতের প্রেমের মন্ত্রে কিস্তিমাত

আবেগে ভাসছেন পরিচালক মোহিত সুরি।
Published By: Sayani SenPosted: 07:14 PM Nov 14, 2025Updated: 07:14 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহন-অনীতের প্রেমের মন্ত্রেই বাজিমাত। 'সাইয়ারা'র মুকুটে নয়া পালক। মুম্বইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতল ছবিটি। কুড়ি বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন পরিচালক মোহিত সুরি।

Advertisement

পুরস্কার জয়ের পর আপ্লুত পরিচালক বলেন, "এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করেছি। এটাই আমার প্রথম পুরস্কার জয়। এই ছবিতে অনেক কিছুই প্রথম। অভিনেতাদেরও এটা প্রথম কাজ, প্রথম আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম। প্রযোজক হিসাবে প্রথম কাজ অক্ষয়ীর। এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম এবং দিলওয়ালে দুলহানিয়া দেখতে প্রেক্ষাগৃহে যেতাম, সেই প্রথম ছারপোকার কামড় খেয়েছিলাম। আমি চেয়েছিলাম ছবির পরিচালক হতে।" আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, "যে পৃথিবীতে প্রেমে কেউ বিশ্বাসী নন, সেখানে আপনি বিশ্বাস বদলেছেন। আপনি আমার উপর ভরসা করেছেন। আমার চিত্রনাট্যের উপর ভরসা রেখেছেন। এই পুরস্কার আমার একার নয়, সকলের। তরুণ যুগলের প্রেম জাদু করেছে।" যশরাজ ফিল্মসের সিইও অক্ষয়ী উইধানিও আপ্লুত। তিনি ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। মোহিত সূরির প্রশংসা করেছেন। তিনি বলেন, "এই ছবির চিত্রনাট্য এবং গান সকলকে আবেগপ্রবণ করতে বাধ্য। জেন জি অভিনেতা অহন ও অনীত অনবদ্য। এই পুরস্কার ছবির প্রত্যেক কলাকুশলীর।"

যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে বাজিমাত করেছে নবাগত জুটি অহন ও অনীত। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তাঁরা। ছবির প্রশংসা করেছেন আমির খান-সহ আরও অনেকেই। ভারতীয় চলচ্চিত্র জগতে যেন ইতিহাস তৈরি করেছে এই ছবি। এই ছবির প্রথম দিনের ব্যবসা পরিচালক মোহিত সুরির ফিল্মি কেরিয়ারেরও এক মাইলফলক। ‘সাইয়ারা’ এবার ওটিটি জায়েন্ট নেটফ্লিক্সেও দেখা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অহন-অনীতের প্রেমের মন্ত্রেই বাজিমাত। 'সাইয়ারা'র মুকুটে নয়া পালক।
  • মুম্বইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতল ছবিটি।
  • কুড়ি বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন পরিচালক মোহিত সুরি।
Advertisement