shono
Advertisement
Salman Khan

পর পর খুনের হুমকি, তবুও বেপরোয়া সলমন, মুম্বইয়ের রাস্তায় সাধারণ ট্যাক্সিতে ঘুরছেন 'দাবাং' ভাইজান!

বুলেট প্রুফ গাড়ি ছেড়ে মুম্বইয়ের কালো-হলুদ সাধারণ ট্যাক্সিতে সলমনের, কোথায় চললেন?
Published By: Sandipta BhanjaPosted: 05:19 PM Jan 22, 2025Updated: 05:19 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর খুনের হুমকি। তবুও বেপরোয়া সলমন খান (Salman Khan)। বুলেট প্রুফ গাড়ি ছেড়ে কিনা শেষে সাধারণ কালো-হলুদ ট্যাক্সিতে করে মুম্বইয়ের রাস্তায় ঘুরছেন 'দাবাং' ভাইজান! সেই ভিডিও ইতিমধ্যেই দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়।

Advertisement

আচমকাই কেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাবলয় ভেঙে 'আমচি মুম্বইয়ে'র বাসিন্দার বেশে সলমন? কৌতূহল অস্বাভাবিক নয়। তবে জানা গেল, এমন কাণ্ড আদতে শুটিংয়ের জন্যই ঘটিয়েছেন ভাইজান। দক্ষিণী পরিচালক এআর মুরুগাদ্দসের 'সিকান্দার' (Sikandar) শুটিংয়ের এক দৃশ্যেই সলমনের কালো-হলুদ ট্যাক্সিতে চড়ার দৃশ্য রয়েছে। সেই শটের জন্যই রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দেন বলিউড সুপারস্টার। ভাইজানের পরনে ছিল নীল টি শার্ট, ডেনিম জিন্স। ট্যাক্সি থেকে বেরিয়ে ভিড়ের মাঝে যেতে দেখা গেল ভাইজানকে। ইতিমধ্যেই 'সিকান্দার' সিনেমার অ্যাকশন প্যাকড টিজার দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে দিয়েছে। এই ছবিতে যে অ্যাকশনের মারাত্মক মারপ্যাঁচ রয়েছে, তা আন্দাজ করা গেল। ছবিতে সলমনের বিপরীতে রশ্মিকা মন্দানাকে দেখা যাবে। এবার ট্রেলার মুক্তির অপেক্ষা। তার প্রাক্কালেই সাধারণ ট্যাক্সিতে চড়ে সালমনের ভিডিও ভাইরাল।

প্রসঙ্গত, চব্বিশের গোটা বছরটা আতঙ্কে কাটিয়েছে ভাইজানের পরিবার। সলমনের পাশাপাশি প্রাতঃভ্রমণে গিয়ে খুনের হুমকি পেয়েছিলেনস তাঁর বাবা সেলিম খানও। এমনকী তাঁদের বান্দ্রার অ্যাপার্টমেন্টেও গোলাগুলি করে বিষ্ণোই গ্যাং। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতেই সর্বত্র যাচ্ছেন। সর্বক্ষণ ভাইজানের সঙ্গে থাকছে Y+ ক্যাটাগরির নিরাপত্তা। আবার বছরের শুরুতেই নিরাপত্তা আরও জোরদার করতে অত্যাধুনিক প্রযুক্তিতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট (Galaxy Apartment) মুড়েছেন সলমন। তবে বিষ্ণোই গ্যাংয়ের শাসানির মাঝেও কাজ থামিয়ে রাখেননি। 'দাবাং' মেজাজেই কাজ করছেন ভাইজান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর পর খুনের হুমকি। তবুও বেপরোয়া সলমন খান।
  • বুলেট প্রুফ গাড়ি ছেড়ে কিনা শেষে সাধারণ কালো-হলুদ ট্যাক্সিতে করে মুম্বইয়ের রাস্তায় ঘুরছেন 'দাবাং' ভাইজান!
  • দক্ষিণী পরিচালক এআর মুরুগাদ্দসের 'সিকান্দার' শুটিংয়ের এক দৃশ্যেই সলমনের কালো-হলুদ ট্যাক্সিতে চড়ার দৃশ্য রয়েছে।
Advertisement