shono
Advertisement
Salman Khan

জামনগরে 'জুম্মে কি রাত', জন্মদিনে কেন আম্বানিদের আশ্রয়ে সলমন?

ভাইজানের কোন ঋণ মেটালেন আম্বানিরা?
Published By: Sandipta BhanjaPosted: 05:54 PM Dec 28, 2024Updated: 05:54 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের সঙ্গে বরাবরই বলিউডের দারুণ সম্পর্ক। বিশেষ করে শাহরুখ-সলমনের সঙ্গে। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে নেচে আসর জমিয়েছিলেন ভাইজান। আর সেই প্রেক্ষিতেই সলমনের (Salman Khan) জন্মদিনে বিশেষ উদ্যোগ আম্বানিদের। তাঁদের জামনগরের বিলাসবহুল 'ভান্তারা' রিসর্টটাই সলমনের জন্য ছেড়ে দিলেন সদলবলে জন্মদিন উদযাপনের জন্য। তবে কেন জন্মদিনে মুম্বই ছেড়ে গুজরাটে উড়ে গেলেন ভাইজান?

Advertisement

উত্তর খুব একটা অজানা নয়! মাসখানেক ধরেই মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে সলমন খানকে। বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকিতে জেরবার বলিউড সুপারস্টার। হাঁটতে চলতে কড়া নিরাপত্তাবেষ্টনীতে দিন কাটাতে হয় তাঁকে। উপরন্তু সম্প্রতি সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে বিষ্ণোইদের হত্যার পর থেকেই ভাইজানের পরিবারের প্রাণনাশের ভয় আরও বেড়েছে বই কমেনি! শুটিংয়ের সেট থেকে সর্বত্র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে চলেন তিনি। ব্যবহার করেন বুলেটপ্রুফ গাড়িও। আর বিষ্ণোইদের মুহুর্মুহু এই খুনের হুমকির জন্যই এবারের জন্মদিনে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় ধরা দেননি 'সুলতান'। সেই কারণেই সম্ভবত ভাই এবং পরিবার পরিজন নিয়ে গুজরাটে আম্বানিদের জামনগরের বিলাসবহুল রিসর্টে জন্মদিন উদযাপন করলেন সলমন খান।

এদিকে সলমন জামনগরে আসছেন শুনে বিমানবন্দরের বাইরে জনঅরণ্যের সৃষ্টি হয়েছিল। আর অনুরাগীদের সেই উন্মাদনার মাঝেই কালো পোশাকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে প্রবেশ করেন তিনি। তার পর সন্ধে নামতেই সলমনের সিনেমার জুম্মে কি রাত হ্যায় গানে জমে উঠল বার্থডে পার্টি। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে লেখা- 'লাভ ইউ ভাইজান'। জন্মদিনের আগের রাতে প্রতিবারের রীতি মেনে অর্পিতা শর্মার বাড়িতে হাজির ছিলেন সলমন। সেখানে কেক কেটে পরের দিন জামনগরে সপরিবারে উড়ে গেলেন ভাইজান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সলমনের জন্মদিনে বিশেষ উদ্যোগ আম্বানিদের।
  • তাঁদের জামনগরের বিলাসবহুল 'ভান্তারা' রিসর্টটাই সলমনের জন্য ছেড়ে দিলেন সদলবলে জন্মদিন উদযাপনের জন্য।
  • মাসখানেক ধরেই মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে সলমন খানকে।
Advertisement