সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো রং মিলান্তি পোশাক। রাজ নিদিমরুর বাহুলগ্না সামান্থা রুথ প্রভু। চোখেমুখে একরাশ উচ্ছ্বাস। ঠোঁটে হালকা হাসি। যুগলের অভিব্যক্তিতেই নাকি 'প্রেমরোগ' ধরে ফেলেছেন অনুরাগীরা। শুক্রবার রাত থেকে সেই ছবি নিয়ে তোলপাড় নেটভুবন। উপরন্তু রাজ-সামান্থার প্রেম-বিয়ের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করল নায়িকার লেখা 'সাহসী' ক্যাপশন। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে নায়িকা-পরিচালক? বলিউড থেকে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি, কৌতূহল সর্বত্র।
সামান্থা রুথ প্রভুর সাফল্য উদযাপনের ভাগীদার হতে শুক্রবার রাতে এক অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরু। সেই পার্টি থেকে খান কয়েক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল পাণীয়ের গ্লাস হাতে সামান্থার কোমর জড়িয়ে রেখেছেন রাজ। আর সেই ছবি নেটভুবনে ছড়িয়ে পড়তেই চর্চা তুঙ্গে! সামান্থা এদিন ক্যাপশনে লেখেন, "বন্ধুবান্ধব এবং পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার কেরিয়ারে বেশি কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলিই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী এবং খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু...।" সামান্থার ক্যাপশনে উল্লিখিত এহেন জীবনবোধ নজর কেড়েছে অনুরাগীদেরও। বিশেষ করে সামান্থার এই 'নতুন শুরু'র উল্লেখ নজর এড়ায়নি তাঁদের। উপরন্তু রাজ নিদিমরুর সঙ্গে এহেন ছবি। সবমিলিয়ে চর্চায় সামান্থার ব্যক্তিগতজীবন।
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের চার বছর পেরিয়েছে। প্রাক্তন নাগা এখন নতুন বউ শোভিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাঁদের সংসার সুখের ঝলক উজাড় করে দেন সোশাল মিডিয়ায়। এদিকে মাসখানেক ধরে সিনেইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। সামান্থার ধারাবাহিক সোশাল মিডিয়া পোস্টই অবশ্য সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করেছে। কানাঘুষো, বন্ধুত্ব গাঢ় হওয়ার পাশাপাশি নাকি এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক-অভিনেত্রী। শুক্রবারের পোস্টে তেমন জল্পনা আরও উসকে দিলেন সামান্থা রুথ প্রভু।
