সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের অক্টোবরে গোটা দেশজুড়ে চর্চায় ছিলেন তিনি। বলিউডের ‘বাদশা’ শাহরুখের পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েও ছিলেন শিরোনামে। সেই সমীর ফের খোঁচা দিলেন আরিয়ানকে। তবে সুকৌশলে।
এবারের বর্ষবরণের রাতে হইহুল্লোড়ের আসর থেকে বেরোতে গিয়েই ক্যামেরাবন্দি হন শাহরুখপুত্র। অভিযোগ, নেশায় চুর হয়ে টলমল পায়ে বেসামাল অবস্থায় ছিলেন তারকা সন্তান। এপ্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে সমীর বলেন, ''আমি ওই ব্যক্তিকে নিয়ে কোনও মন্তব্য করতেই চাই না। কিন্তু যদি আপনি ৩১ তারিখের কথা বলেন, তরুণদের এটা বোঝা উচিত বর্ষবরণ মানেই মাতাল হওয়া নয়। নিঃসন্দেহে মানুষ উপভোগ করবে। কিন্তু নিজের শরীরের ক্ষতি করে নয়।'' পরে শাহরুখের সিগারেট ছাড়া প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সমীরকে বলতে শোনা যায়, ''আমি কোনও এক্স-ওয়াই-জেডকে নিয়ে মন্তব্য করব না।''
এবারের বর্ষবরণের রাতে আরিয়ানের পার্টি থেকে বেরনোর ছবি ভাইরাল হওয়ার পর তাঁকে পড়তে হয়েছিল বিদ্রুপের মুখে। অভিযোগ, পার্টি থেকে বেরোনোর পর তাঁর অবস্থা বেশ বেসামাল ছিল। ভিডিও দেখেই নেটপাড়ায় কটাক্ষ, ‘ছোট্ট এসআরকে মদ্যপ’, ‘এ শুধরোবে না’, ‘ওরা তো হাঁটতেও পারছে না।’ বাড়ির সংস্কার নিয়েও তোলা হয় প্রশ্ন। এদিকে আরিয়ানকে গ্রেপ্তার করার পর সমীরকেও পড়তে হয়েছিল তীব্র ট্রোলিংয়ের মুখেও। পরে তাঁর বিরুদ্ধেই শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তোলে ইডি। তখন ট্রোলিংয়ের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছিল। তিনি কীভাবে দেখেন ট্রোলিংকে? সমীর জানাচ্ছেন, ''ট্রোলিং আমার কাছে বিনোদন মাত্র। আমি আরও খারাপ জিনিস দেখেছি- বুলেট, জঙ্গি। এগুলো খুব সাধারণ ব্যাপার। হুমকি বার্তাও বেশ মজাদার ব্যাপার।''
প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তার পর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। পরে পেয়ে যান ক্লিনচিট। সেই থেকেই সমীরকে চেনে গোটা দেশ। পরে নতুন করে তিনি আলোচনার কেন্দ্রে আসেন দুর্নীতির অভিযোগকে ঘিরে।