shono
Advertisement
Bigg Boss OTT 3

বিতর্কই শেষ কথা! 'বিগ বস ওটিটি ৩' জিতে অন্দরের কথা ফাঁস সানা মকবুলের

'বিগ বস ওটিটি ৩'-এর মেগা ফাইনালে সানা মুখোমুখি হয়েছিলেন রণবীর শোরে, কৃতিকা মালিক, সাই কেতন রাও, নায়েজির মতো প্রতিযোগিরা।
Published By: Akash MisraPosted: 09:24 AM Aug 03, 2024Updated: 09:33 AM Aug 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস মানেই বিতর্কই। বিগ বস মানেই নানা ষড়যন্ত্র। বিগ বসের অন্দরে যাই ঘটুক না কেন, সবের নেপথ্যেই রয়েছে গভীর রাজনীতি! হ্যাঁ, বিগ বস ওটিটি সিজনে সেরার খেতাব জিতে সানা মকবুল স্পষ্ট জানান, বিগ বসে বিতর্কই শেষ কথা!

Advertisement

শুক্রবার শেষ হল 'বিগ বস ওটিটি ৩'। মেগা ফাইনালে সেরার খেতাব জিতে নিলেন সানা মকবুল। এদিন পুরস্কার স্বরূপ ট্রফি এবং ২৫ লাখ টাকা উপহার পেয়েছেন। সংবাদ সংস্থা ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে সানা জানালেন, 'প্রথম দুই সপ্তাহ সব ভালো লাগছিল। কিন্তু যত খেলা এগোতে থাকল জিনিস বদলাতে শুরু করল। মানুষও বদলাতে থাকল। যাঁরা একসঙ্গে বসত তাঁরা শুধুই খেলা জেতার জন্য উলটো পালটা কথা রটিয়ে দিতে। একটা জিনিস বুঝেছিলাম, বিতর্কই এখানে শেষ কথা। তবে আমি স্ট্র্যাটিজি মেনে চলেছি। তবে একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। বন্ধুরা বদলে গেল। যাঁরা আমার পাশে ছিল, আমায় আগলে রাখত, বুঝত তাঁরা কেউ ছিল না। তখন বুঝলাম, এসবে আবেগ থাকলে চলবে না। খেলার একটাই নিয়ম, জেতার জন্যই খেলে যাও। আর সবে কান দিয়ে লাভ নেই।'

[আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের]

'বিগ বস ওটিটি ৩'-এর মেগা ফাইনালে সানা মুখোমুখি হয়েছিলেন রণবীর শোরে, কৃতিকা মালিক, সাই কেতন রাও, নায়েজির মতো প্রতিযোগিরা। সবাইকে হারিয়ে বিগ বসে সেরা হলেন সানা মকবুল।

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হ্যাঁ, বিগ বস ওটিটি সিজনে সেরার খেতাব জিতে সানা মকবুল স্পষ্ট জানান, বিগ বসে বিতর্কই শেষ কথা!
  • শুক্রবার শেষ হল 'বিগ বস ওটিটি ৩'।
Advertisement