shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

সম্পত্তি নিয়ে তিন সন্তানের ঝামেলা হলে শাহরুখ কার পক্ষে?

বড় তথ্য ফাঁস করে দিলেন 'বাদশা'।
Published By: Suparna MajumderPosted: 01:57 PM Nov 03, 2024Updated: 05:50 PM Nov 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বেটে কো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর', শাহরুখ খানের 'জওয়ান' সিনেমার এই সংলাপে প্রচুর হাততালি পড়েছে। কিন্তু বাস্তব ভিন্ন। তিন ছেলেমেয়ের মধ্যে কখনও সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা হতে কিং খান ছেলেদের বদলে মেয়ের পক্ষই নেবেন। নিজের ৫৯তম জানিয়ে দিলেন এই কথা।

Advertisement

শনিবারই জীবনের নতুন বছরে পা রেখেছেন বলিউডের 'রোম্যান্স কিং'। তাঁকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন মন্নতের বাইরে। তবে এবারে মন্নতের ছাদের ভক্তদের দর্শন দেননি শাহরুখ। তার বদলে রুদ্ধদ্বার অডিটোরিয়ামে 'এআরকে ডে'র সেলিব্রেশন হয়েছে। সেখানেই জন্মদিনের কেক কেটেছেন বলিউড বাদশা। ভক্তদের সঙ্গে নাচের ছন্দে পা মালিয়েছেন, আর তাঁদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

যদি আরিয়ান, সুহানা ও আব্রামের মধ্যে কখনও কোনও বিষয় নিয়ে ঝামেলা হয় তাহলে শাহরুখ কার পক্ষ নেবেন? এই প্রশ্নই করেছিলেন এক অনুরাগী? প্রশ্ন শুনেই দুষ্টুমির হাসিতে ভরে যায় শাহরুখের মুখ। কিছুক্ষণ থেকে 'জওয়ান' বলেন, "এমনিতে ওদের মধ্যে ঝামেলা হয় না। বিষয়টা খুব অদ্ভূত, আমি তাই ভাবছি যে আজ পর্যন্ত কোনও ঝামেলা হয়নি! না হলেই ভালো। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় সমস্যা হবে।"

 

এর পরই আবার তিনি বলেন, "তবে আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। ছেলেরা তো ঠিকঠাক। আমি তাদের পছন্দ করি। কিন্তু আমার মনে হয় মেয়েরা খুবই সুন্দর হয়, খুব মিষ্টি হয়। আমার মনে হয় ওরা বেশ বলিষ্ঠ। তাই আমার সুহানার পক্ষ নেওয়ার কারণ আমি শক্তিশালী দিকে থাকতে চাই।" শাহরুখের এই কথাতেই হাততালি শুরু হয়ে যায়। উল্লেখ্য, সুহানার সঙ্গে 'কিং' ছবিতে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। ছবির জন্য নিজের বড় চুল ছেঁটে ফেলেছেন সেকথাও জানান এদিন। আর নিজের আইকনিক পোজের ছবি শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন ধন্যবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন ছেলেমেয়ের মধ্যে কখনও সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা হতে কিং খান ছেলেদের বদলে মেয়ের পক্ষই নেবেন।
  • শনিবারই জীবনের নতুন বছরে পা রেখেছেন বলিউডের 'রোম্যান্স কিং'। আর সেদিনই অনুরাগীদের জানিয়ে দিলেন একথা।
Advertisement