shono
Advertisement
Shah Rukh Khan

প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস শাহরুখের, নিউ ইয়র্ক টাইমসের 'মোস্ট স্টাইলিশ' তালিকায় কিং খান

মেট গালায় হেঁটেই ইতিহাস গড়লেন বাদশা।
Published By: Sandipta BhanjaPosted: 07:37 PM Dec 09, 2025Updated: 08:28 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের। চলতি বছরে বাদশার বৃহস্পতি যে তুঙ্গে, তা বললেও অত্যুক্তি হয় না। না, কোনও বক্স অফিস নম্বরের নীরিখে নয়। বরং ব্যক্তিগতজীবনেও এবছর একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন কিং খান। তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে। শুধু তাই নয়, সম্পত্তির নীরিখে প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় নাম লিখিয়েছেন শাহরুখ। চলতি বছরেই কিংয়ের হাত ধরে পরিচালক হিসেবে রেকর্ড গড়েছেন পুত্র আরিয়ান খান। এবার বাদশার মুকুটে নতুন পালক। নিউ ইয়র্ক টাইমসের সেরা একশো ফ্যাশনিস্তাদের তালিকায় ঠাঁই পেলেন শাহরুখ খান।

Advertisement

চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের মেট্রো পলিটান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে যোগ দিয়েছিলেন কিং। আর সেই লাল গালিচায় হেঁটেই ইতিহাস গড়লেন বলিউড সুপারস্টার। নেপথ্যে খ্যাতানামা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার মিশেলে কিং খানের জন্য 'বন্ধ গলা' পোশাক তৈরি করেছিলেন সব্যসাচী। আর কিং স্টাইলেই পশ্চিমী সিনেদুনিয়ার রাতের ঘুম ওড়ান শাহরুখ। সেই মেট গালা অধ্যায়ের হাত ধরেই এবার প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড গড়লেন বলিউড বাদশা। এই প্রথমবার নিউ ইয়র্ক টাইমসের 'মোস্ট স্টাইলিশ' ক্যালেন্ডারে কোনও ভারতীয় তারকার নাম ঠাঁই পেল। 

প্রথমবার মেট গালায় হেঁটেই এহেন মাইলস্টোন ছোঁয়া সেলেব-ইতিহাসে বিরল! প্রসঙ্গত, মাসখানেক আগে মেট গালায় যোগ দিয়ে ফ্যাশন সম্পর্কিত কথা নয়, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখার বার্তা দিয়েছিলেন বাদশা। দৃঢ় কণ্ঠে কিং খান বলেছিলেন, "আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরী। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।" এবার তার হাত ধরেই নিউ ইয়র্ক টাইমসের 'মোস্ট স্টাইলিশ' তালিকায় ঠাঁই পেল ভারত।

উল্লেখ্য, এবারের মেট গালায় এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে "সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল' সাজপোশাকে লাল গালিচায় ধরা দিয়েছিলেন তারকারা। এমন উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছিলন শাহরুখ। তাঁর মন্তব্য ছিল, "অসহিষ্ণুতার পথে না হেঁটেও যে শৈল্পিক সত্ত্বায় প্রতিবাদ করা যায়, এটা তার উদাহরণ।" তারকা কিং খানের পাশাপাশি তাঁর মনস্তত্ত্বও যে বারবার গুণমুগ্ধদের কাছে যাপনশৈলীর ব্যকরণ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য। আর তার জোরেই সিনেদুনিয়ার পর এবার ফ্যাশনজগতেও প্রশংসা কুড়োলেন কিং খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউ ইয়র্ক টাইমসের সেরা একশো ফ্যাশনিস্তাদের তালিকায় ঠাঁই পেলেন শাহরুখ খান।
  • মেট গালায় হেঁটেই ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক টাইমসের 'মোস্ট স্টাইলিশ' তালিকায় শাহরুখ।
Advertisement