সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৬ তলার বহুতল। সামনে শাহরুখের মূর্তি। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজ। নাম শাহরুখজ (Shahrukhz)। এই প্রথমবার মুম্বইয়ের মাটিতে কিং খানের নামে বিলাসবহুল হোটেলের উদ্বোধন। বলিউডের কিং খান তিনি। অনুরাগীদের মনের কোণে নিশ্চিত আবাস তাঁর। বিলাসবহুল বহুতলের উদ্বোধনে আবেগপ্রবণ খোদ অভিনেতা।
দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা 'দানুবে' এই বহুতলটি নির্মাণ করেছে। শুক্রবার হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং খানও। স্বাভাবিকভাবেই গোটা অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। 'ওম শান্তি ওম', 'ডন' ছবির সংলাপে আরও একবার সকলকে মুগ্ধ করেন কিং খান। তিনি বলেন, "আমার জীবনে অনেক কিছু রয়েছে। ছবি ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ ছবি।" 'দানুবে'র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজও দেন অভিনেতা।
শাহরুখ আরও বলেন, "আমি কখনও এভাবে নিজেকে পেতাম না। রিজওয়ান ভাই আমাকে তাঁর অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাঁদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের। এটা আমার জন্য সত্যিই বড় উপহার।" বলে রাখা ভালো, দুবাইয়ের রিয়াল এস্টেট সংস্থার তৈরি বহুতলে রয়েছে হেলিপ্যাড এবং সুইমিং পুলিশ। আগামী তিন-চার বছরের মধ্যে বহুতলের কাজ শেষ হবে বলেই আশা। বহুতলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন অনুরাগীরা। শাহরুখের বাসভবন 'মন্নতে'র জনপ্রিয়তা যেন আকাশচুম্বী। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে। শাহরুখ সেখানে বর্তমানে নেই। তা সত্ত্বেও প্রাসাদোপম বাড়ির সামনে ভিড় জমান বহু অনুরাগী। এই বহুতলটিও জনপ্রিয়তা তেমনই হবে বলেই আশা সকলের।
