shono
Advertisement
Shah Rukh Khan

নতুন 'জেমস বন্ড' হবেন শাহরুখ? প্রশ্নের জবাবে কী জানালেন 'কিং'

'নো টাইম টু ডাই'-ই ছিল জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি।
Published By: Biswadip DeyPosted: 01:10 PM Dec 07, 2025Updated: 01:10 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'নো টাইম টু ডাই'। তারপর থেকে আর রুপোলি পর্দায় উঁকি দেননি জেমস বন্ড। কেবলই ঘন হয়েছে জল্পনার মেঘ। কে হচ্ছেন পরের '০০৭'? সবচেয়ে বেশি যে নামটি উঠে এসেছে সেটি অ্যারন টেলর-জনসনের। অন্য নামও আছে। কিন্তু কেমন হয়, যদি পর্দায় ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হন 'কিং'? খোদ শাহরুখ খান নিজেই দিলেন এমন প্রশ্নের উত্তর।

Advertisement

সম্প্রতি লন্ডনে উন্মোচিত হয়েছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র নায়ক-নায়িকার ব্রোঞ্জমূর্তি। আর সেই মূর্তি উন্মোচনে খোদ শাহরুখ-কাজলই গিয়েছিলেন সেখানে। এরপর বিবিসিকে এক সাক্ষাৎকারও দিয়েছেন তাঁরা। সেখানেই উত্থাপিত হয় প্রশ্নটি। বলা হয়, এখন তো শাহরুখ চুটিয়ে অ্যাকশন ছবি করছেন। তাহলে এরপর কি জেমস বন্ডও হতে পারেন তিনি? জবাবে বাদশা স্বভাবসিদ্ধ স্মার্টনেস ও রসিকতা মিশিয়ে বলেন, ''নাহ, আমার উচ্চারণটা ওরকম নয়। আমার শেকেন মার্টিনিও (বন্ডের পছন্দের পানীয়) ভালো লাগে না। আমি খুব একটা বেশি অ্যাকশন ছবি করিওনি। বলতে গেলে, আমি সব সময় অ্যাকশন ছবিই করতে চেয়েছিলাম। কিন্তু এরপরই আমার জীবনে আসে কাজল। আর কাজলের বিপরীতে আপনি তো আর অ্যাকশন ছবি করতে পারেন না। সেই কারণেই আমি রোম্যান্টিক ছবি বেছে নিই।''

এমন মন্তব্যের পর কাজল শাহরুখকে মনে করিয়ে দেন, তাঁকে ছাড়াও বহু ছবি করেছেন 'ডন'। যার জবাবে তিনি বলেন, ''হ্যাঁ। কিন্তু আমরা যেগুলোর জন্য পরিচিত, সেগুলো আমরা একসঙ্গে করেছি। আমরা এটা অস্বীকার করতে পারব না। তবে আমি কয়েকটা অ্যাকশন ছবি করেছি। কারণ আমার সবসময় মনে হয়েছিল আমি পারব। যদিও একটু দেরি করেই সেগুলো করেছি। উপভোগও করেছি। আর আমি জেমস বন্ডকে চিনি না, তবে শন কনারিকে অবশ্যই চিনি!''

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত 'কিং' নিয়ে। ছবির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর রাতারাতি ছবিটিকে ঘিরে আগ্রহের পারদ বহুগুণ বেড়েছে। যদিও রুপোলি পর্দায় তাঁকে দেখতে এখনও প্রায় বছরখানেকের অপেক্ষা। শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেমন হয়, যদি পর্দায় ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হন 'কিং'?
  • খোদ শাহরুখ খান নিজেই দিলেন এমন প্রশ্নের উত্তর।
  • এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত 'কিং' নিয়ে।
Advertisement