shono
Advertisement
Shahid Kapoor

'এ আর এমন কী?', সইফ বাড়ি ফেরার পরই করিনার প্রাক্তন শাহিদের তাচ্ছিল্য!

দিনদশেক কেটে গেলেও সইফের উপর হামলার মোটিভ স্পষ্ট নয়।
Published By: Sayani SenPosted: 01:37 PM Jan 25, 2025Updated: 01:37 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের উপর আততায়ীর হামলার ঘটনা এখনও 'টক অফ দ্য টাউন'। দিনদশেক কেটে গেলেও এখনও হামলার মোটিভ স্পষ্ট নয়। 'ছোটে নবাবে'র উপর হামলার ভয়াবহ ঘটনায় করিনার 'প্রাক্তনে'র প্রতিক্রিয়া এখন জোর চর্চায়। ঠিক কী বলেছেন অভিনেতা?

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা কোনও বড় ঘটনা নয়। এমন হতেই পারে। তবে মুম্বই অত্যন্ত নিরাপদ। ঘটনাটি খুবই দুঃখজনক। এবং আমরা সবাই এতে হতবাক হয়েছি। কিছু শহরে এমন ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু মুম্বইয়ের ঘটনাটি অপ্রত্যাশিত। যদিও এটি যেকোনও মানুষের জীবনে ঘটতে পারে। সেলিব্রিটিরাই সফট টার্গেট, তা বলব না।" তিনি আরও বলেন, "অনেক সাধারণ মানুষ এই পরিস্থিতির শিকার হন। কোনও সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলেও, উদ্বিগ্ন হওয়া উচিত ছিল। এটি এমন একটি বিষয় যা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার। আবাসনগুলি নিরাপত্তার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন।" সইফ সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে খুশি বলেও জানান শাহিদ। 

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়েই ব্রেক আপ হয়েছিল শাহিদ-করিনার। তবে ছবিতে তার কোনও প্রভাব পড়েনি। সেই সময় বক্স অফিসে তুমুল সফল হয়েছিল তাঁদের জুটি। আজও রোমান্টিক ছবির কথা উঠলে ‘জব উই মেটে’র নাম আসবেই। গত ডিসেম্বর মাসে ছেলেদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দেখা যায় গীত-আদিত্যকে। তবে দূরত্ব বজায় রেখেছিলেন তাঁরা। সইফের উপর হামলার ঘটনায় আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন শাহিদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সইফ আলি খানের উপর আততায়ীর হামলার ঘটনা এখনও 'টক অফ দ্য টাউন'।
  • দিনদশেক কেটে গেলেও এখনও হামলার মোটিভ স্পষ্ট নয়।
  • "এটা কোনও বড় ঘটনা নয়। এমন হতেই পারে। তবে মুম্বই অত্যন্ত নিরাপদ", বললেন শাহিদ কাপুর।
Advertisement