সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ঘরে এসেছে নতুন সদস্য। দুই থেকে তিন হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। শুধু তাই নয়, খুশির জোয়ারে ভাসছে কৌশল পরিবারও। ঘরে নাতি আসার খুশিতে ডগমগ ভিকির বাবা শ্যাম কৌশল। এই খুশির খবরে সোশাল মিডিয়ায় বিশেষ একটি পোস্ট করলেন তিনি। কী লিখলেন সেই পোস্টে?
নাতি আসার খুশিতে এদিন একটি পোস্ট করে তিনি লেখেন, 'ভগবানকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার পরিবারের উপর এত আশীর্বাদ দেওয়ার জন্য। আমি ঈশ্বরকে যত ধন্যবাদ জানাই না কেন সেটা তাঁর আশীর্বাদের কাছে কম হবে। ঈশ্বরের আশীর্বাদ যেন আমার সন্তান ও আমার পরিবারের জুনিয়র কৌশলের উপর সর্বদা থাকে। আমরা সবাই এই প্রাপ্তিতে ভীষণ খুশি হয়েছি। ঠাকুরদা হতে পেরে ভীষণ ভাল লাগছে। ঈশ্বর সবার মঙ্গল করুক।'
উল্লেখ্য, জল্পনার অবসান ঘটিয়ে কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ক্যাটরিনা-ভিকি। তারপর থেকেই দিনগোনা শুরু করেছিলেন তাঁদের অনুরাগীরা। শুক্রবার সকালেই সোশাল মিডিয়ায় ঘরে নতুন সদস্য আসার সুসংবাদ দেন ভিকি। ছেলে হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘ব্লেসড।’ কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা নেটিজেনদের। মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন হয়ে উঠেছেন তিনি। পর্দাতেও তাঁকে তুলনামূলক কম দেখা যায়। এবার খবর, কৌশলদের বউমা ক্যাট সুন্দরী আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান।
