shono
Advertisement

Breaking News

Saif Ali Khan Shatrughan Sinha

'ব্লেম গেম বন্ধ করুন', সইফকাণ্ডে রাজনীতিবিদদের 'খামোশ' করালেন শত্রুঘ্ন

সইফের উপর হামলায় এবার সুর চড়ালেন প্রবীণ সাংসদ-অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 02:57 PM Jan 22, 2025Updated: 02:57 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের হামলাকারীর বাংলাদেশ যোগ নিয়ে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে? সেই প্রশ্নও উঠেছে। কখনও সোশালপাড়ায় কেজরি-ফরণবিসের বাক-বিতণ্ডা আবার কখনও বা সংশ্লিষ্ট ইস্যুতে তৃণমূল-বিজেপির তরজাও হয়েছে। এবার দোষারোপ বন্ধ করার আর্জি জানিয়ে একবাক্যে রাজনীতিবিদদের 'খামোশ' করালেন প্রবীণ সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

Advertisement

অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় চাঞ্চল্য মুম্বইয়ে। একসপ্তাহ পরেও সেই রেশ ছাইচাপা আগুনের মতো রয়ে গিয়েছে। এমতাবস্থায় মহারাষ্ট্রের সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মুম্বইয়ের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ মহারাষ্ট্র প্রশাসন। পালটা কথা শোনাতে ছাড়েননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও। অন্যদিকে হামলাকারীর বাংলাদেশ যোগ নিয়ে 'অনুপ্রবেশ ইস্যু'তে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়! দেশের সীমান্ত সুরক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। এমতাবস্থায় 'ব্লেম গেম বন্ধ' করার আর্জি জানিয়ে রাজনীতিবিদদের 'খামোশ' করালেন শত্রুঘ্ন সিনহা।

এক্স হ্য়ান্ডেলে প্রবীণ অভিনেতা লিখেছেন, "আমাদের খুব কাছের মানুষ সইফ আলি খানের উপর এই হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সইফ যেভাবে আহত হয়েছেন, তা ভীষণ দুঃখজনক। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ সইফ সুস্থ হয়ে উঠছেন। আমার সর্বকালের প্রিয় 'শো ম্যান' চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি, করিনা কাপুর খান এবং ওঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা। তবে আমার বিনীত অনুরোধ, ব্লেম গেম বন্ধ করুন। পুলিশ খুব দক্ষতার সঙ্গে নিজেদের কাজ করছে। এমতাবস্থায় আমাদের মুখ্যমন্ত্রী দেহেন্দ্র ফড়ণবিসকে তাঁর উদ্বেগ এবং যথাযথ পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানাই।" শত্রুঘ্নর সংযোজন, "বিষয়টি নিয়ে আর জলঘোলা করবেন না। যত তাড়াতাড়ি এই বিষয়টির সুরাহা হবে, ততই মঙ্গল। এই বিষয়টিকে কড়া নজরে দেখভাল করার জন্য ধন্যবাদ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং আমাদের বন্ধু একনাথ শিণ্ডেকেও। সর্বোপরি সইফ তো আমাদের বলিউডের একজন সুপারস্টার এবং পদ্মশ্রী ও জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা। আইন আইনের পথে হেঁটে সঠিক দিকে যাচ্ছে। সইফ তুমি দ্রুত সুস্থ হও।"

বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলা। দুষ্কৃতীদের এহেন দৌড়াত্ম্যে কাঠগড়ায় মুম্বই প্রশাসন। গতবছরই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করে। এবার বছরের গোড়াতেই পতৌদিদের বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় ঢুকে খোদ সইফ আলি খানের উপর এলোপাথারি ছুরির কোপ দুষ্কৃতীর। বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে। গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, করিশ্মা তান্না-সহ একাধিক তারকা। এদিকে ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। এমতাবস্থাতেই মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সইফকাণ্ডে মহারাষ্ট্রের সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল।
  • সইফকাণ্ডে হামলাকারীর বাংলাদেশ যোগ নিয়ে 'অনুপ্রবেশ ইস্যু'তে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়!
  • এমতাবস্থায় 'ব্লেম গেম বন্ধ' করার আর্জি জানিয়ে রাজনীতিবিদদের 'খামোশ' করালেন শত্রুঘ্ন সিনহা।
Advertisement