সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় নেতাকে শেষবার কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাই তো স্ত্রী জিনিয়া সেনকে সঙ্গে নিয়ে শুক্রবার আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছিলেন তিনি। আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণায় ডুব দিলেন শিবপ্রসাদ।
শিবপ্রসাদ জানিয়েছেন, ' সামনাসামনি দেখা হয়েছিল দুবার। সেই দিনগুলোই আজকে চোখের সামনে ভেসে উঠছে। তখন আমি একটা বেসরকারি চ্যানেলের হয়ে কাজ করি। একটা টক শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎ করেই সিগারেট ধরাতে চাইলেন। তারপরই জিজ্ঞাসা করলেন সেটের ভিতর কি ধূমপান করা যাবে? নন্দিতাদি (নন্দিতা রায়) তখন সেই চ্যানেলে নন্দিতাদিও কাজ করতেন। ওঁর কথাতেই সেট থেকে বেরিয়ে ধূমপান করেছিলেন।'
[আরও পড়ুন: সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৮’র প্রতিযোগী নুসরত জাহান! কী জানালেন?]
শিবপ্রসাদ আরও বলেন, 'আরেকবার নন্দনে তাঁর সঙ্গে দেখা হয়। একটা অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। বের হওয়ার সময় দেখি বৃষ্টি পড়ছে। আমাকে দেখে বুদ্ধবাবু ভিতরে বসতে বলেছিলেন। চা-বিস্কুটের ব্যবস্থাও করে দিয়েছিলেন। সৌজন্য ও আন্তরিকতা কাকে বলে তার জ্বলন্ত উদাহরণ ছিলেন বুদ্ধবাবু। '
এক দশকের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ প্রয়াত হন তিনি।