shono
Advertisement
Shreema Bhattacherjee

শ্রীমার নাম করে জালিয়াতির ফাঁদ! বিপাকে অভিনেত্রী

সোশাল মিডিয়ায় সতর্ক করলেন শ্রীমা।
Published By: Akash MisraPosted: 06:32 PM Aug 07, 2024Updated: 06:32 PM Aug 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যর নাম করে আর্থিক জালিয়াতি! হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটেছে ।

Advertisement

ব্য়াপারটি একটু খোলসা করে বলা যাক। শ্রীমা তাঁর সোশাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর পোষ্য সারমেয়দের কথা বলে টাকা চাইছে প্রতারক। স্ক্রিনশটে লেখা রয়েছে, “আমি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বলছি। টেলিভিশনে কাজ করি। আপনার সঙ্গে যুক্ত হয়ে একটি কাজ করার কথা বলতে চাই। কোকো নামে আমার এক পোষ্য কুকুর রয়েছে। ওর একটা সঙ্গী কুকুর ছিল যার মৃত্যু হয়েছে। এই কারণে কোকো মারাত্মক অবসাদে ভুগছে।ভাবছিলাম, আপনি যদি আমায় একটা কুকুর দেন যে কোকোর সঙ্গী হয়ে থাকবে। ওদের ছবি পোস্ট করে আপনাকেও আমি ট্যাগ করব। ফলে আপনার কাজেরও প্রচার হয়ে যাবে সোশাল মিডিয়ায়।”

[আরও পড়ুন: ‘তুমি মেডেলের উর্ধ্বে! সোনার মেয়ে’, বিধ্বস্ত ভিনেশ ফোগাটের পাশে আলিয়া, করিনা, ফারহানরা]

এই লেখা পোস্ট করেই শ্রীমা সতর্ক করলে সবাইকে। শ্রীমা লিখলেন, ''নতুন জালিয়াতি ! দয়া করে প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন..কোকো ,জুলি দুজনেই সুস্থ আছে ভালো আছে!''

কয়েকদিন আগে ভুয়ো ফোনের খপ্পরে পড়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণুও। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রণজয় জানিয়ে ছিলেন, ”মুম্বই থেকে হঠাৎই আমার কাছে একটা ফোন আসে। আমাকে বলা হয়, আমার নামে একটা পার্সেল রয়েছে। যার মধ্য়ে বেশ কয়েকটি পাসপোর্ট, মাদক এবং কয়েকটি ল্যাপটপ রয়েছে। আমি যখন জানাই, ওই পার্সেল আমার নয়। তখন আমাকে মুম্বই পুলিশের অন্ধেরি থানার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হয়। আমি বুঝতেই পেরেছিলাম, কিছু গণ্ডগোল রয়েছে। একেবারে পাকা অভিনেতার মতো, মুম্বই পুলিশের অফিসার সেজে আমাকে বলা হয়, যদি এখনই নির্দিষ্ট একটি অ্য়াপ ডাউনলোড করে ভিডিও কনফারেন্সে কথা না বলেন, তাহলে মস্ত বড় বিপদ হবে। আমার কাছে স্পষ্ট হয়ে যায়, এটা একটা স্ক্য়াম। তাই ঝটপট ফোন রেখে দিই। উপযুক্ত জায়গায় অভিযোগও জানিয়েছি।”

[আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা! ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী কৌশিক-অপর্ণারা চুপ কেন?’, খোঁচা তথাগতর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রীমা তাঁর সোশাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
  • আপনি যদি আমায় একটা কুকুর দেন যে কোকোর সঙ্গী হয়ে থাকবে।
Advertisement