shono
Advertisement
Sonakshi Sinha

ক্যাটরিনার পর কি এবার সুখবর দেবেন সোনাক্ষী? 'গর্ভাবস্থা' নিয়ে মুখ খুললেন নায়িকা

কী জানালেন নায়িকা?
Published By: Arani BhattacharyaPosted: 01:01 PM Oct 15, 2025Updated: 01:03 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আমজনতার উৎসাহের অন্ত নেই। তাঁদের সম্পর্ক, বিয়ে এবং সন্তান আসা সব নিয়েই নানা সময়ে জল্পনা শোনা গিয়েছে। সেই তালিকায় বিয়ের পর থেকেই নাম যোগ হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সাম্প্রতিককালে তাঁকে নিয়ে সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এর নেপথ্যে রয়েছে কোন কারণ?

Advertisement

সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনাক্ষী। আর তাঁকে সেই ইভেন্টে দেখার পর থেকেই সকলের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সোনাক্ষীকে একটি লাল রঙের আনারকলি সালোয়ার পরে। আগের তুলনায় নায়িকার চেহারায় এসেছে বেশ পরিবর্তন। আর তাই তাঁর স্ফীতোদর দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে সোনাক্ষী কি তাহলে অন্তঃসত্ত্বা? যদিও এই গুঞ্জনে শুরু হতেই তাতে জল ঢেলে 'দাবাং' নায়িকা সাফ জানিয়েছেন, "আমি অন্তঃসত্বা নই। আমি আগের তুলনায় মোটা হয়েছি। তাই আমাকে এরকম মনে হচ্ছে।" এদিন লাল-সাদা রঙের আনারকলি সালোয়ারে সেজেছিলেন সোনাক্ষী। কপালে ছিল লাল টিপ ও সিঁথিতে সিঁদুর। অন্যদিকে জাহির পরেছিলেন কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা।

বিয়ের পর থেকেই সোনাক্ষীর অন্তঃসত্বা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার তাঁর শারীরিক পরিবর্তন দেখে নেটিজেনরা অনেকাংশেই নিশ্চিত যে সনাক্ষি এবার সত্যিই অন্তঃসত্বা। অনেকেই সেই ছবি দেখে মন্তব্য করেছেন 'সোনাক্ষীর মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে যে তিনি মা হতে চলেছেন।' ২০২৪ সালের জুন মাসে চার হাত এক হয়েছিল জাহির-সোনাক্ষীর। সাম্প্রতিককালে তাঁদের সন্তান আসার খবর নিয়েমুখ খোলেননি যদিও তাঁরা কেউই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে মুম্বইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনাক্ষী।
  • আর তাঁকে সেই ইভেন্টে দেখার পর থেকেই সকলের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে।
  • তাঁর স্ফীতোদর দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে সোনাক্ষী কি তাহলে অন্তঃসত্ত্বা?
Advertisement