shono
Advertisement
Padatik

বাংলাদেশে মুক্তি না পেলেও ঢাকা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সৃজিতের 'পদাতিক'

বাংলাদেশে বড় জয় সৃজিত-চঞ্চলের ছবির।
Published By: Sandipta BhanjaPosted: 08:38 PM Jan 20, 2025Updated: 09:00 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ব্রাত্য থাকলেও সেদেশে চলতি বছরের ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে 'পদাতিক'। দিন চারেক আগের কথা। ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি এবার পুরস্কারও জিতে নিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি।

Advertisement

বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ যে সিনেজগতেও পড়েছে, তা বলাই বাহুল্য। দুই দেশের তারকাদের কারও শুটিং পিছিয়েছে, তো কারও কাজ বন্ধ আবার কেউ বা এপারে ভারতে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি। তবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সর্বসাধারণের জন্য মুক্তি না পেলেও ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বিশ্ব সিনেমা বিভাগে' দর্শকদের রায়ে 'বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড' জিতল 'পদাতিক'। এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত পাঁচ-পাঁচটি ভারতীয় ছবির মধ্যে এই পুরস্কার জিতে নিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের জীবন অবলম্বনে তৈরি সিনেমা। প্রসঙ্গত, এর আগে 'পদাতিক' নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল।

সৃজিতের মন্তব্য, “বারবার সীমান্তের কাঁটাতার এবং ভাষা পেরিয়ে যায় সিনেমা। পদাতিক একটি মানবিক গল্প। পদাতিকের এই জয়, মানবতা, শিল্প এবং সিনেমারই জয়।” যদিও পদ্মাপাড়ে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারেননি পরিচালক। নেপথ্যের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, "বাংলাদেশের ভিসা সমস্যার কারণ নয়। আমার পরবর্তী ছবির শুটিংয়ের জন্যেই যেতে পারিনি সেখানে।" প্রসঙ্গত, এইমুহূর্তে 'উইঙ্কল টুইঙ্কল' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানালেন, "এই ছবির শুটিং শুরু হওয়ার আগে বাবাকে হারিয়ছিলাম। নানান অসুবিধার মধ্যে এই ছবির শুটিং করেছিলাম। রাজনৈতিক টালমাটালের দরুণ কলকাতায় এই ছবির প্রিমিয়ারেও উপস্থিত থাকতে পারিনি। বাংলাদেশেও এই ছবিটি মুক্তি পেল না, সেটা দুর্ভাগ্যের।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে মুক্তি না পেলেও ঢাকা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সৃজিতের 'পদাতিক'।
  • এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত পাঁচ-পাঁচটি ভারতীয় ছবির মধ্যে এই পুরস্কার জিতে নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
  • এর আগে 'পদাতিক' নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল।
Advertisement