সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা জ্ঞান হারিয়েছেন গোবিন্দা। ভর্তি হয়েছেন হাসপাতালে। আটত্রিশ বছর দাম্পত্যের পরেও স্ত্রী জানতেই পারলেন না অসুস্থতার কথা! সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার দেখে নাকি সুনীতা আর পাঁচজনের মতো তারকা স্বামীর অসুস্থতার কথা জানতে পারেন। সম্প্রতি গোবিন্দা ঘরনি নিজে মুখে সেকথা জানিয়েছেন। তবে কি সত্য়ি গোবিন্দা এবং সুনীতার সম্পর্কের আয়ু ফুরিয়েছে? আলাদা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা? দাম্পত্য নিয়ে এখন হাজারও প্রশ্নচিহ্নের ভিড়।
গত বুধবার বাড়িতে অজ্ঞান হয়ে যান গোবিন্দা। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সুনীতা সেই সময় মুম্বইতে ছিলেন না। এক অনুরাগীর প্রশ্নে সুনীতা বলেন, "নতুন ছবি 'দুনিয়াদারি'র প্রস্তুতির মাঝে জ্ঞান হারান। আমি ফেরার পরই তাঁর সাক্ষাৎকার দেখছিলাম। তাঁকে বলতে শুনি শরীরচর্চার সময় জ্ঞান হারান।" স্বামীর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তা স্পষ্ট। তবে খানিক যেন নজর ঘোরাতে অনুরাগীদের বলেন, "গোবিন্দা এখন সম্পূর্ণ সুস্থ। কেউ দুশ্চিন্তা করবেন না।" সুস্থ থাকতে অনুরাগীদের যোগচর্চা এবং প্রাণায়াম করার কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, দিনকয়েক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দা ও সুনীতার ৩৮ বছরের দাম্পত্য। ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় সুখী পরিবারের ছবি পোস্ট করেন। তবে গোবিন্দার পায়ে যখন গুলি লাগে, ঠিক তার আগেই নাকি সুনীতা আহুজা নিজে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। তাঁদের আইনজীবী ললিত বিন্দাল অবশ্য তাঁদের নিয়ে বরাবর আত্মবিশ্বাসী। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও তিনি। ললিত এক বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন যে, “সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।” সুনীতার গলাতেও বারবারই শোনা গিয়েছে বিচ্ছেদের উলটো সুর।
সম্প্রতি গোবিন্দাপত্নীর ভ্লগ থেকেই সেই বিতর্কের স্ফুলিঙ্গ আবারও জ্বলে উঠেছে। মন্দিরের বারান্দায় বসে দাম্পত্যযন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন সুনীতা আহুজা। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে নাকি বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। আদৌ কি তাই? স্ত্রীকে পাশে নিয়েই গণপতি পুজোর আসরে তার জবাব দিয়েছিলেন গোবিন্দা। করবা চৌথে শত্তুরের মুখে ছাই দিয়ে বউকে সোনায় মুড়ে দিয়েছেন গোবিন্দা। পেল্লাই আকৃতির গয়না পেয়ে বেজায় খুশি হন সুনীতাও। তবে স্বামীর অসুস্থতার খবর না পাওয়া মোটেও সুখী দাম্পত্যের লক্ষণ নয় বলে মনে করছেন অনেকেই।
