সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তাঁর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে জলঘোলা চলছেই। এর মাঝেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা দাবি করেন, করিশ্মা ও সঞ্জয়ের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে এসেছিলেন প্রিয়া সচদেব। আর সেখান থেকেই সম্পর্কে ভাঙন শুরু হয় বলে জানিয়েছেন সঞ্জয়ের বোন মন্দিরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "করিশ্মার সঙ্গে সঞ্জয়ের দ্বিতীয়বার বিয়ে হলেও তাঁদের দাম্পত্য জীবন ছন্দেই চলছিল। তাদের মধ্যে বড়সড় কোনও সমস্যা তখনও ছিল না। কিন্তু সেই দাম্পত্যে ভাঙন ধরে যখন সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রিয়া আসে তাঁদের মাঝে।' মন্দিরা এও বলেন যে, "প্রিয়া ও সঞ্জয়ের প্রথম আলাপ হয়েছিল বিমানে। আমি প্রথম থেকেই বিষয়টি জানতাম। আমার এই বিষয়টি অত্যন্ত অপছন্দের বিষয় ছিল। লোলো তখন সবে কিয়ানের জন্ম দিয়েছে। সদ্য একজন মা হয়েছে তাঁর প্রতি কোনও সহানুভূতি না দেখিয়ে তার সংসার ভাঙার মতো বিষয়কে আমি একেবারেই সমর্থন করি না। এই বিষয়ে আরও সচেতন ও সহানুভূতিশীল হতে হত। লোলোর এগুলি প্রাপ্য ছিল না।"
এখানেই শেষ নয় মন্দিরা আরও বলেন, "প্রিয়ার সঙ্গে সঞ্জয়ের বিয়ে পরিবারের কেউই মেনে নেননি। কারও সায় ছিল না ওদের বিয়েতে। বাবা একেবারেই প্রিয়াকে পছন্দ করতেন না। ২০১৭ সালে সঞ্জয়ের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। সেই বিয়েতে কেউ যোগ দেননি পরিবারের। কেউ চায়নি এই বিয়েটা হোক।" উল্লেখ্য, ১২ জুন প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তথা প্রাক্তন কাপুর জামাই সঞ্জয় কাপুর। মৃত্যুর সময় লন্ডনেই ছিলেন সঞ্জয় কাপুর। গত ১২ জুন, সেখানে পোলো খেলছিলেন তিনি। আচমকা তাঁর মুখের ভিতর মৌমাছি ঢুকে যায়। মুহূর্তের মধ্যে অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামীর। আইনি জটিলতায় দেহ দিল্লিতে ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। অবশেষে ১৯ জুন সঞ্জয়ের দেহ ফেরে রাজধানীতে। খ্যাতনামা শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ২০০৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন করিশ্মা কাপুর। তবে সেই দাম্পত্য সুখকর হয়নি! তাই একদশক সংসার করার পর ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স হয়।
