shono
Advertisement
Swarup Biswas

রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা সরাবে ফেডারেশন? জরুরি বৈঠকের আগে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস

নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছে ফেডারেশন।
Published By: Akash MisraPosted: 08:03 PM Jul 24, 2024Updated: 08:52 PM Jul 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে তোলপাড় স্টুডিওপাড়া। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)।

Advertisement

ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে টলিপাড়ার অনেকেই মত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এই নিয়ে বিশেষ বৈঠকেও বসার কথা ডিরেক্টর্স গিল্ডের। নিষেধাজ্ঞা কি শেষমেশ উঠবে? এক সংবাদমাধ্যমে অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমকে  স্বরূপ জানালেন, রাহুলের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা উঠছে না। বৃহস্পতিবার সমস্ত গিল্ডকে নিয়ে আবারও জরুরি বৈঠক ডাকা হয়েছে। ফের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

ঠিক কী ঘটেছে?

নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। যা শুরু হয়েছে ২০ জুলাই অর্থাৎ শনিবার থেকে। শেষ হবে আগামী ১৯ অক্টোবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যর পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল রাহুলের। তবে ফেডারেশনের এই সিদ্ধান্তের পর পরিচালকের পদ থেকে তাঁকে সরিয়ে করা হয়েছে ক্রিয়েটিভ প্রোডিউসার।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য অভিনীত পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল রাহুলের। তবে ফেডারেশনের কর্মবিরতির নির্দেশের পর ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিক হালদারকে। রাহুল পেয়েছেন সিনেমাটির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব।

রাহুলের কর্মবিরতির এই সিদ্ধান্তের সমালোচনা পরিচালক রাজ চক্রবর্তীও করেছেন। বিষয়টিকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে তিনি জানান, সৃষ্টিশীল কাজ ও পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। তিনি নিজের ইচ্ছেতেই কাজ করবেন। রাহুলের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সমস্যার দ্রুত সমাধান চান। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রযোজকের পাশেই থাকবেন। অবিলম্বে ছবির শুটিং শুরু হোক, এমনই কামনা ‘মিস্টার ইন্ডাস্ট্রি’র।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবিলম্বে ছবির শুটিং শুরু হোক, এমনই কামনা ‘মিস্টার ইন্ডাস্ট্রি’র।
  • তবে ফেডারেশনের এই সিদ্ধান্তের পর পরিচালকের পদ থেকে তাঁকে সরিয়ে করা হয়েছে ক্রিয়েটিভ প্রোডিউসার।
Advertisement