shono
Advertisement
The Family Man 3 trailer

গোয়েন্দা থেকে 'মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল' মনোজ বাজপেয়ী, বারুদে ঠাসা 'ফ্যামিলি ম্যান থ্রি'র ট্রেলার

ভিলেন জয়দীপ আহলাতের ষড়যন্ত্রে 'জেলে' মনোজ বাজপেয়ী! তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 02:54 PM Nov 07, 2025Updated: 03:54 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আভাস আগেই মিলেছিল যে, 'ফ্যামিলি ম্যান থ্রি'তে সম্মুখ সমরে জড়াবেন জয়দীপ আহলাত এবং মনোজ বাজপেয়ী। হিন্দি সিনেদুনিয়ার দুই দক্ষ অভিনেতাকে একফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরাও। শুক্রবার মুক্তিপ্রাপ্ত ট্রেলার দেখে কৌতূহলের পারদ আরও চড়ল। এবার গোয়েন্দা 'শ্রীকান্ত তিওয়ারি' ওরফে মনোজ নিজেই 'মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল'। অপরাধী, সন্ত্রাসবাদীদের ধরাশায়ী করার পরিবর্তে গোয়েন্দা নিজেই কারাবন্দি। রুদ্ধশ্বাস ট্রেলারে নজর কাড়লেন খলনায়করূপী জয়দীপ আহলাতও।

Advertisement

'ফ্যামিলি ম্যান থ্রি'র প্রেক্ষাপট উত্তর-পূর্ব ভারত। তৃতীয় ফ্র্যাঞ্চাইজির গল্প অনুযায়ী, এক মাদকচক্রের ষড়যন্ত্রে নিজেই অপরাধী হিসেবে কাঠগড়ায় শ্রীকান্ত তিওয়ারি। এবার শুধু শত্রুদের থেকে নয় বরং নিজের গোয়েন্দা বিভাগের থেকেও পালিয়ে বাঁচতে হচ্ছে তাঁকে। যার জেরে পরিবারের কাছেও 'আসল পেশা'র কথা ফাঁস করতে হয়েছে শ্রীকান্তকে। কারণ এযাবৎকাল স্ত্রী-সন্তানদের কাছে শ্রীকান্ত ছিলেন শুধুমাত্র 'ফ্যামিলি ম্যান'। তবে এবার বিপাকে পড়ে সত্যিটা শেষমেস জানাতে হয়েছে তাঁকে। তারপরের যুদ্ধ আরও কঠিন! 'দাগি অপরাধী' হওয়ার অভিযোগে স্ত্রী-সন্তানদের নিয়ে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে শ্রীকান্তকে।

অন্যদিকে ট্রেলারে সমান্তরালে 'খতরনাক খলনায়ক' রুকমা ওরফে জয়দীপ আহলাতের সঙ্গেও পরিচয় করানো হল। গোটা উত্তর-পূর্ব ভারত ধরে যে মাদকরাজ চালায়। তবে এবারের গল্পে 'ভিলেন' দুজন। 'রুকমা' জয়দীপ ছাড়াও 'মীরা' নিমরত কৌর শ্রীকান্তের জীবন অতিষ্ঠ করে তোলে। এহেন টুকরো কোলাজেই অ্যাকশন প্যাকড সিরিজ 'ফ্যামিলি ম্যান থ্রি'র ট্রেলার জমে ক্ষীর। এছাড়াও সিরিজে রয়েছেন শারিব হাসমি, শ্রেয়া ধন্বন্তরি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহার মতো অভিনেতা। কিন্তু গোয়েন্দা থেকে কীভাবে 'ক্ষুরধার অপরাধী'র তকমা পেলেন শ্রীকান্ত মনোজ? জানার জন্য আর দিন কয়েক অপেক্ষা করতে হবে। কারণ আগামী ২১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে ‘ফ্যামিলি ম্যান ৩’। ২৪০টি দেশের দর্শক এই সিরিজ দেখার সুযোগ পাবেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' সিরিজের প্রথম মরশুম। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সিরিজগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে পরিচালিত সিরিজটি। দ্বিতীয় মরশুমে রাজির ভূমিকায় নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অনবদ্য ছিলেন তিনি। এবারের গল্পেও যে নির্মাতাজুটি 'রাজ অ্যান্ড ডিকে' হতাশ করবেন না, তা ট্রেলারেই স্পষ্ট!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার গোয়েন্দা 'শ্রীকান্ত তিওয়ারি' ওরফে মনোজ নিজেই 'মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল'।
  • অপরাধী, সন্ত্রাসবাদীদের ধরাশায়ী করার পরিবর্তে গোয়েন্দা নিজেই কারাবন্দি।
  • রুদ্ধশ্বাস ট্রেলারে নজর কাড়লেন খলনায়করূপী জয়দীপ আহলাতও।
Advertisement