shono
Advertisement
The Taj Story

মন্দির নাকি স্মৃতিসৌধ? তাজমহলের 'DNA টেস্টে'র দাবি তুললেন পরেশ রাওয়াল

তাজমহলের গম্বুজের নীচে শিবমূর্তি! ছবি দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পরেশ!
Published By: Sandipta BhanjaPosted: 05:27 PM Oct 16, 2025Updated: 05:53 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল মন্দির নাকি স্মৃতিসৌধ? এই প্রশ্ন আজকের নয়! বছর খানেক ধরেই নানা মুনির নানা ত্বত্ত্বে শোরগোল হয়েছে। দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাও। এবার বিতর্কিত সেই বিষয়টি নিয়েই নতুন দাবি তুললেন পরেশ রাওয়াল। তাজমহলের 'ডিএনএ টেস্ট' করতে চাইছেন প্রবীণ অভিনেতা!

Advertisement

দীর্ঘদিন ধরেই তাজমহলকে কেন্দ্র করে বাতাসে ঘুরছে 'তেজো মহালয়া' তত্ত্ব। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহল নাকি আদতে ছিল হিন্দু মন্দির! আরেকটু খোলসা করে বললে, হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, এই তাজমহলের নিচেই রয়েছে শিব মন্দির। সেই জায়গা দখল করেই নাকি মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রয়াত স্ত্রী মুমতাজের উদ্দেশে প্রেমের অমর স্মৃতি সৌধ তৈরি করেছিলেন। বছর খানেক ধরেই এহেন ত্বত্ত্ব চাউর হয়েছে দেশে। অথচ ইতিহাসে কথিত, প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশে এই স্থপতিটি বানিয়েছিলেন শাহজাহান। এবার পরেশ রাওয়াল ফের সেই বিতর্ক উসকে দিলেন তাঁর নতুন সিনেমার ট্রেলারে। বিতর্কিত এই বিষয়টি নিয়েই আসছে পরেশ রাওয়ালের নতুন সিনেমা 'দ্য তাজ স্টোরি'।

সম্প্রতি ছবির মোশন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বিতর্কে জড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা। যেখানে তাজমহলের গম্বুজের নীচ থেকে শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছিল। সিনেমার এহেন পোস্টার দেখেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নেটপাড়ার একাংশ। অভিযোগ উঠেছিল, 'পরেশ আসলে হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন।' বৃহস্পতিবার সেই বিতর্ক জিইয়ে 'দ্য তাজ স্টোরি'র ট্রেলার প্রকাশ্যে এল। ট্যুর গাইড বিষ্ণু দাসের চরিত্রে পরেশ রাওয়াল। যিনি তাজমহলের রহস্যভেদ করতে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবং সেই কোর্টরুম ড্রামার ঝলকই ফুটে উঠল ট্রেলারে। যেখানে আইনজীবীর চরিত্রে অভিনয় করা জাকির হুসেইনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাঁদের। ট্রেলারের এক দৃশ্য়ে পরেশ রাওয়ালকে বলতে শোনা যায়, তিনি তাজমহলের ডিএনএ টেস্ট করতে চান। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে অমরীশ গোয়েল পরিচালিত 'দ্য তাজ স্টোরি'। পরেশের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ, নমিত দাস-সহ অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাজমহলের 'ডিএনএ টেস্ট' করতে চাইছেন পরেশ রাওয়াল।
  • বৃহস্পতিবার বিতর্ক জিইয়ে 'দ্য তাজ স্টোরি'র ট্রেলার প্রকাশ্যে এল।
  • ট্যুর গাইড বিষ্ণু দাসের চরিত্রে পরেশ রাওয়াল।
Advertisement