সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাতি হওয়ার স্বাদ আগেই পেয়েছেন। এবার দীপা-রঞ্জিতের সংসারে নাতনি-সুখ। বড়দিনের আগেই বড় খবর দিলেন কোয়েল-নিসপাল। শনিবার সকালে কোয়েলে মল্লিকের (Koel Mallick) কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। খুদে কবীরেরও সেই সূত্রে প্রোমোশন! বোন আসায় বেজায় খুশি সে। সপ্তম স্বর্গে দাদু রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং দিদা দীপা মল্লিক। কোয়েল-নিসপালের পরিবারে তো বটেই, এমনকী খুশির হাওয়া টলিউডেও। মা-বাবা হিসেবে সেকেন্ড ইনিংসের জন্য তারকাদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার পাশাপাশি টলিউডের একঝাঁক তারকা।
কোয়েল এবং সদ্যোজাত সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। হাসপাতালে নাতনিকে দেখে খুশিতে ডগমগ দাদু রঞ্জিত মল্লিক। জানালেন, "ফুটফুটে দেখতে হয়েছে। আমারও খেলার সাথী বাড়ল।" দীপা মল্লিক জানালেন, "কবীরের ইচ্ছেপূরণ হয়েছে। ও সারাক্ষণ বোনের আবদার করত। বলত, বোন চাই। আমার বোন আসছে। ঈশ্বর সম্ভবত শিশুমনের সরল প্রার্থনা শুনেছেন।" রঞ্জিত মল্লিকের কথায়, কোয়েল হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগেই নাকি একটি মেয়ে পুতুলের ছবি এঁকেছিল কবীর। শুধু তাই নয়, খুদে চেয়েছিল পুতুলের মতোই একটা বোন হোক। বলাই বাহুল্য, শনিবার কোয়েলপুত্রের ইচ্ছেপূরণ হয়েছে। খেলার সঙ্গী হিসেবে বোনই পেয়েছে সে।
এদিন মেয়ে হওয়ার সুখবর সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল মল্লিক খোদ। সেই পোস্টেই টলিপাড়ার শুভেচ্ছার জোয়ার। ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, খুব খুশি হলাম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ঈশ্বর মঙ্গল করুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, "ঈশ্বরের আশীর্বাদ। শুভেচ্ছা রইল।" কোয়েলের সঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন জিৎ। তাঁর ঘরেও পুত্রসন্তান এসেছে গতবছর। কোস্টারকে দ্বিতীয়বার মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড সুপারস্টার। মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন থেকে ইশা সাহা সকলেই ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানেকে। 'মুবারকবাদ' জানালেন গায়িকা আকৃতি কক্করও।