সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হইচই ওটিটি প্ল্যাটফর্মে ২০২৩ সালের ভূত চতুর্দশীর আবহে মুক্তি পেয়েছিল গা ছমছমে ভূতের সিরিজ 'পর্ণশবরীর শাপ'। পরের বছর একই সময়ে মুক্তি পেয়েছিল এই সিরিজের দ্বিতীয় পর্ব 'নিকষ ছায়া'। সেই দুই পর্বের পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার কয়কগুণ বেশি গা ছমছমে ও ভূতুড়ে হতে চলেছে 'নিকষ ছায়া' সিজন ২। আগামী পর্বের পরিচালনার দায়িত্ব যদিও সামলাচ্ছেন সায়ন্তন ঘোষাল। শোনা যাচ্ছে, এই মুহূর্তে জোরকদমে চলছে সেই সিরিজের শুটিং।
এবারের সিরিজে মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে নাকি 'গেনু'। সেই চরিত্রেই অভিনয় করছেন পল্লব মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই চরিত্রের লুক। আর তা দেখে নিঃসন্দেহে বলা যায় যে, সেই মেকআপ দেখলে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হবে। প্রস্থেটিক রূপটানে পল্লব নাকি রীতিমতো হয়ে উঠেছেন ভয় ধরানো 'না মানুষ'। সেই ছবিতে দেখা যাচ্ছে, মুখে কোনও ভ্রূ নেই গেনুর। দাঁত দেখলে শিরদাঁড়া বরাবর হিমেল স্রোত বয়ে যাওয়ার জোগাড় হয়। হাঢ়িম পিশাচ চরিত্রে নাকি রীতিমতো ভয় ধরাবে গেনু। চরিত্র হয়ে উঠতে নাকি প্রায় তিন ঘণ্টা ধরে মেকআপ করতে হচ্ছে তাঁকে।
এই মুহূর্তে নলবন চত্বরে চলছে জোরকদমে সিরিজের শুটিং। পল্লব মুখোপাধ্যায় ছাড়াও এই সিরিজে আগের মতোই 'ভাদুড়িমশাই'র চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রমুখ। চলতি মাসের ১০ তারিখ নাগাদ শুরু হয়েছে সিরিজের শুটিং। যা চলবে গোটা মাস জুড়েই। কবে নাগাদ এই সিরিজ মুক্তি তা যদিও টিমের তরফে কিছুই খোলসা করা হয়নি।
