shono
Advertisement
Tollywood News

'অঙ্ক কি কঠিন'-এর পর ফের অন্য ধারার ছবি সৌরভ পালোধির, প্রযোজনায় স্বয়ং প্রসেনজিৎ

'অঙ্ক কি কঠিন' ছবির পর পরিচালকের কাছ থেকে দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে।
Published By: Arani BhattacharyaPosted: 09:27 PM Oct 10, 2025Updated: 09:27 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যধারার ছবি পরিচালনা করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পরিচালক সৌরভ পালোধি। তারকা ছাড়া একটা ছবি কীভাবে নির্মাণ করা যায় তা দেখিয়েছেন তিনি চলতি বছরেই। 'অঙ্ক কি কঠিনে'র জনপ্রিয়তা হয়েছে গগনচুম্বী। সেই সাফল্যের পর এবার অন্যরকমের ছবি নিয়ে আসতে চলেছেন সৌরভ। তবে এবার ভালবাসার গল্প তবে 'অন্যরকম' মোড়কে।

Advertisement

কিন্তু সৌরভের ছবিতে এবার প্রযোজকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডলে সেই খবর ভাগ করে নিয়েছেন প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই। ছবির নাম 'অনেকদিন পর'। 'অঙ্ক কি কঠিন' দেখার পর থেকে এমনিতেই পরিচালকের কাছ থেকে দর্শকের প্রত্যাশা আরও বেড়েছে। ছবির পাশাপাশি মঞ্চেও সৌরভের পরিচালনা দেখে মুগ্ধ হন দর্শক এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নতুন ছবির শুটিং কবে থেকে শুরু হবে বা কারা থাকছেন এই ছবিতে সেই নিয়ে এখনও মুখ খোলেনি ছবির টিম।

উল্লেখ্য, সৌরভের 'অঙ্ক কি কঠিন' ছবিতে তিন শিশুর জীবনের গল্প তুলে ধরা হয়েছিল। ছবিতে দেখা যায়, অতিমারীর ধাক্কায় পড়াশোনায় দাঁড়ি পড়েছে ওই তিন শিশুর জীবনে। তবুও বাকি আর পাঁচটা শিশুর মতোই তাদের চোখেও বড় হয়ে কিছু একটা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নই লাগাতার বুনে চলে তারা। এখন থেকেই যেন তাদের জীবনের লক্ষ্য স্পষ্ট। ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটি হাসপাতাল খুলবে। যাতে তাদের এলাকার মানুষেরা আর বিনা চিকিৎসায় মারা না যান। আগামীতে তারা কি তাদের এই স্বপ্নপূরণ করতে পারবে? সেই নিয়েই এগিয়েছিল ছবির গল্প। তিন শিশুর স্বপ্ন ছুঁয়ে ছবিটিকে ভালোবেসেছেন দর্শকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারকা ছাড়া একটা ছবি কীভাবে নির্মাণ করা যায় তা দেখিয়েছেন তিনি চলতি বছরেই। 'অঙ্ক কি কঠিনে'র জনপ্রিয়তা হয়েছে গগনচুম্বী।
  • সেই সাফল্যের পর এবার অন্যরকমের ছবি নিয়ে আসতে চলেছেন সৌরভ।
  • সৌরভের ছবিতে এবার প্রযোজকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Advertisement