shono
Advertisement

Breaking News

Tollywood news

ফেডারেশনের নিয়মের বিরোধিতা! 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির ভবিষ্যৎ কী?

ছবি মুক্তির কথা ছিল ১৪ নভেম্বর।
Published By: Arani BhattacharyaPosted: 06:38 PM Nov 14, 2025Updated: 01:40 PM Nov 15, 2025

বিশেষ সংবাদদাতা: 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির মুক্তি নিয়ে চলছে টানাপোড়েন। ছবি মুক্তির কথা ছিল ১৪ নভেম্বর। শহরে জোরকদমে চলেছে এই ছবির প্রচার। কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার ফলে শেষমেষ ছবি মুক্তি আটকে গিয়েছে। ছবিটি তৈরি হয়েছিল ২০২১ সালে। SRFTI'র ছাত্র জয়ব্রত দাস এই ছবির পরিচালক। ছবি তৈরি এবং প্রচারে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে। তবে ছবির পরিচালক তথা টিমের দাবি, এটি একেবারেই 'স্টুডেন্টস ফিল্ম'। এই ছবিতে তাই ফেডারেশনের কোনও সদস্য নেই। আর এখানেই শুরু বিতর্ক। ফেডারেশনের পালটা প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত ছবিতে কেন তাদের কোনও কলাকুশলী নেই? একে 'স্টুডেন্টস ফিল্ম' বলতে নারাজ ফেডারেশন। শুধু তাই নয়, ছবি মুক্তি ঘিরে ছবির টিম কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে 'ইম্পা'কেও। এই নিয়ে এদিন মুখ খুলেছেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তও। নির্মাতাদের এহেন আচরণ তাদের স্বার্থে আঘাত করেছে। ছবি মুক্তিতে কোপ পড়ায় শুক্রবার ফেডারেশন ও 'ইম্পা'র সঙ্গে বৈঠকে বসেন ছবির পরিচালক জয়ব্রত দাস ও দু'জন পরিচালক।

Advertisement

বৈঠক শেষে স্বরূপ বিশ্বাস বলেন, "আমার মনে হচ্ছে, স্টুডেন্ট ফিল্ম আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সংজ্ঞাটাকে মানুষের কাছে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করছে। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। স্টুডেন্ট ফিল্ম বা প্রজেক্ট ফিল্ম বা ডিপ্লোমা ফিল্ম বলতে যেটা বুঝি যে সেটা কোনও ফিল্ম স্কুলের পড়ুয়ারা নিজেরা বানাবেন। সাধারণত এই ছবিগুলো বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের পাঠায় পড়ুয়ারা আর ইন্সটিটিউটের সেটআপে সাধারণত দেখানো হয়। সেই সব ছবি বড় করে ডিস্ট্রিবিউট করে কমার্শিয়াল রিলিজ হয় না। আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হল যখন স্টুডিওর বাইরে গিয়ে একজন পরিচালক নিজে অর্থ সংগ্রহ করে একটা ছবি বানান। উদ্দেশ্য ছবির সম্পূর্ণ ক্রিয়েটিভ কন্ট্রোল নিজের হাতে রাখা। তারা রিলিজও করান কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখি খুব কম সংখ্যক স্ক্রিন নিয়ে।"

স্বরূপ বিশ্বাস আরও বলেন, “আমার এই নিয়ে কোনও বক্তব্য বা অভিযোগ নেই যে ছবিটা স্টুডেন্টরা করেছে! আমার বক্তব্য, ছবি মুক্তির সময় এসে দেখা যাচ্ছে যে তারা পিভিআর, আইনক্স-এর মাধ্যমে রিলিজ করাতে চাইছেন। ইউএফও, কিউবের খরচ এবং আরও বিভিন্ন টেকনিক্যাল খরচ ধরলে রিলিজের সময়ে সবমিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি খরচ করছেন। এরপরে ছবি স্যাটেলাইট বা ওটিটি প্ল্যাটফর্মে বিক্রিও হবে। আর সবথেকে বড় কথা পোস্টার থেকে সেন্সর সার্টিফিকেট সমস্ত জায়গায় প্রযোজক হিসেবে নাম রয়েছে প্রতীক চক্রবর্তী ও প্রমোদ ফিল্মসের। এই প্রযোজনা সংস্থা যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন কি সেটা স্টুডেন্ট ফিল্ম বা ডিপ্লোমা ফিল্ম থাকছে? যতক্ষণ না এই বিষয়টি আমার কাছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেখছি আমার টেকনিশিয়ানদের স্বার্থের জায়গাটা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের জবাবদিহি করার জন্য জবাবটা যদি আমি ছবির পরিচালক এবং প্রযোজকের কাছ থেকে পেয়ে যাই, তাহলেই আমার আর কোনও অসুবিধা থাকবে না।” অর্থাৎ প্রযোজকের সঙ্গে কথা না বলা অবধি যে ঝুলেই রইল এই ছবি মুক্তি, তা বলাই বাহুল্য। 

এদিকে ইম্পার তরফ থেকে টাকা চাওয়ার প্রসঙ্গে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, “ছবির টিম থেকে আমাকে জানানো হল যে ইম্পা-তে যে ছবি রেজিস্ট্রেশন করতে হয় সেটা তাঁরা জানেন না। কিন্তু সেইটা যে মুম্বই থেকে রেজিস্ট্রেশন করা যায় সেটা তাঁরা জানেন। তাঁরা মুম্বই থেকে রেজিস্ট্রেশন করলেন এমনকী ছবির সেন্সর পর্যন্ত মুম্বই থেকে করলেন। সেন্সর সার্টিফিকেটে দেখছি যে পরিষ্কারভাবে নাম দেওয়া রয়েছে প্রতীক চক্রবর্তী এবং প্রমোদ ফিল্মস। আমার এটা নিয়ে অসুবিধা। যখন প্রযোজনা সংস্থা যুক্ত তবে কেন স্টুডেন্ট ফিল্ম বা প্রজেক্ট ফিল্ম বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে? রাহুল মুখোপাধ্যায়ের কী অপরাধ ছিল তবে? সে কালকে এসে আমার কাছে প্রশ্ন তুলবে যে কীভাবে একই কাজ করে আরেকজন ছাড়া পেয়ে গেল। তাকে কী জবাব দেব? আর মোটেই ইম্পা টাকা চায়নি। যেটা চাওয়া হয়েছে সেটা যে তারা কলকাতায় দুদিন শুট করেছেন ‘হ্যাশট্যাগে’, সেই হিসেবে আট লক্ষ চাওয়া হয়েছে। তাতে অন্ততপক্ষে টেকনিশিয়ানদের যে বঞ্চিত করা হয়েছে তার কিছুটা ক্ষতিপূরণ হবে।”

এবার ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তারই অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির মুক্তি নিয়ে চলছে টানাপোড়েন।
  • ছবি মুক্তিতে কোপ পড়ায় শুক্রবার ফেডারেশন ও 'ইম্পা'র সঙ্গে বৈঠকে বসেন ছবির পরিচালক জয়ব্রত দাস ও দু'জন পরিচালক।
  • ছবি মুক্তিতে কোপ পড়ায় শুক্রবার ফেডারেশন ও 'ইম্পা'র সঙ্গে বৈঠকে বসেন ছবির পরিচালক জয়ব্রত দাস ও দু'জন পরিচালক।
Advertisement