shono
Advertisement
Emergency Kangana Ranaut

'সত্যের প্রতিফলন', 'এমার্জেন্সি' দেখে রিভিউ নীতীন গড়করির! পরিচালক কঙ্গনাকে বাহবা মন্ত্রীর

'এমার্জেন্সি' দেখে কী বললেন নীতিন গড়করি?
Published By: Sandipta BhanjaPosted: 02:49 PM Jan 12, 2025Updated: 02:49 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি নিষিদ্ধ করার ডাক, তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকি-সহ একাধিক বিতর্কের জাল পেরিয়ে অবশেষে 'এমার্জেন্সি' (Emergency) মুক্তির আলো দেখতে চলেছে আগামী ১৭ জানুয়ারি। তার প্রাক্কালেই শনিবার নাগপুরে 'এমার্জেন্সি' ছবির প্রিমিয়ার হয়ে গেল। যেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari), অনুপম খের-সহ কঙ্গনার গোটা টিম। আর প্রিমিয়ারে সেই ছবি দেখেই কঙ্গনা রানাউতে মুগ্ধ নীতীন। দলের অনুজ সাংসদ তো বটেই বরং পরিচালক কঙ্গনাকে প্রশংসায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর আলোকপাত করার জন্য পরিচালক তথা অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীতীন গড়করি। এক্স হ্যান্ডেলে তাঁর মনোভাব ব্যক্ত করতেও ভুললেন না। নীতীন লিখেছেন, 'ভারতের ইতিহাসের অন্ধকার অধ্যায়কে এত সত্যতা এবং উৎকৃষ্টভাবে উপস্থাপন করার জন্য মন থেকে পরিচালক এবং ছবির সমস্ত অভিনেতাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় তুলে ধরা হয়েছে এই ছবিতে। সকলকে দেখার জন্য অনুরোধ করছি।' কঙ্গনা রানাউত এই ছবিতে অভিনয় করার পাশাপাশি পরিচালকের আসনেও রয়েছেন। 'এমার্জেন্সি' দেখার আগে অনুপম খের এবং সাংসদ-অভিনেত্রীর সঙ্গে খোশমেজাজে আড্ডাও দেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। শশব্যস্ত শিডিউলের মাঝেও প্রিমিয়ারে উপস্থিত হয়ে সিনেমাটা দেখার জন্য নীতীন গড়করিকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা রানাউত।

এই সিনেমা যাতে মুক্তির আলো দেখতে পায়, তার জন্য কম যুদ্ধ করতে হয়ন কঙ্গনা রানাউতকে। কখনও লোকসভা ভোটে লড়ার জন্য মুক্তি পিছোতে হয়েছে, আবার কখনও বা শিখ সম্প্রদায় তাঁর উপর তথ্য বিকৃতির অভিযোগ তুলেছে। 'এমার্জেন্সি'র জন্য আইনি বিপাকেও পড়তে হয়েছে কঙ্গনা রানাউতকে। তবে বলিউডের 'ঝাঁসির রানি' দমে যাননি। বরং অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য। শেষমেশ নিন্দা-বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এই ছবি প্রেক্ষাগৃহে আনতে সক্ষম হয়েছেন তিনি। এবার আগামী ১৭ জানুয়ারি দেখার অপেক্ষা, 'এমার্জেন্সি'র হাত ধরে ফ্লপের পাহাড় থেকে কঙ্গনা রানাউত উঠতে পারেন কিনা!

'এমার্জেন্সি' সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। সাতের দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপটেই সাজানো চিত্রনাট্য। ‘ইন্দিরাই ইন্ডিয়া’, নতুন ট্রেলারে সত্তর দশকের উত্তাল সময়ের ঝলক দেখা গিয়েছে। নেতা-মন্ত্রীদের দাবার চালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট কতটা প্রভাবিত হয়েছিল, ‘এমার্জেন্সি’র নয়া ট্রেলারে সেই আওয়াজও স্পষ্ট। জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খের, যুব অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমানকে দেখা যাবে। কঙ্গনার ‘এমার্জেন্সি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মহিমা চৌধুরী এবং সতীশ কৌশিকও। ট্রেলার প্রকাশ্যে এনে কঙ্গনার মন্তব্য, "বহু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পর এমার্জেন্সি অবশেষে ১৭ জানুয়ারি বড়পর্দায় আসছে। আমি খুব খুশি। এই গল্প শুধুমাত্র এক বিতর্কিত নেত্রীর নয়, এই ছবি বর্তমান প্রেক্ষাপটেও ভীষণ প্রাসঙ্গিক। সাধারণতন্ত্র দিবসের মাত্র একসপ্তাহ আগে রিলিজ করছে। সপরিবারে কিংবা কাছের মানুষকে নিয়ে দেশপ্রেম উদযাপন করার একেবারে যোগ্য সময়।"

এদিকে কঙ্গনাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ছবির অন্যতম অভিনেতা অনুপম খের। বর্ষীয়ান অভিনেতা জানান, কঙ্গনা তাঁর কাজ করা সেরা পরিচালকদের একজন। ‘এমার্জেন্সি’তে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, অনুপম খের যদি ‘এমার্জেন্সি’তে অভিনয় করতে রাজি না হতেন তাহলে ছবিটা তিনি তৈরিই করতে পারতেন না। এক সাক্ষাৎকারে কঙ্গনার কাছে জানতে চাওয়া হয় তিনি গান্ধী-নেহেরু পরিবারকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাবেন কি না। উত্তরে অভিনেত্রী-পরিচালক বলেন, "দেখা যাক তাঁরা সিনেমাটি দেখতে চান কি না। আমি অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে যত্ন নিয়ে মিসেস গান্ধীর চরিত্রে অভিনয় করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার নাগপুরে 'এমার্জেন্সি' ছবির প্রিমিয়ার হয়ে গেল।
  • যেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি, অনুপম খের-সহ কঙ্গনার গোটা টিম।
  • প্রিমিয়ারে সেই ছবি দেখেই কঙ্গনা রানাউতে মুগ্ধ নীতীন।
Advertisement