সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা আটদিনের যমে-মানুষে লড়াইয়ে জয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া। পরিবারের তরফে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ হলেও তাঁর অভিনয় সিনেপড়ুয়াদের জন্য ব্যাকরণসম। প্রেম চোপড়ার জামাতা বিকাশও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। শ্বশুরের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, আপাতত দিন কয়েক হাসপাতালে থাকতে হবে তাঁকে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। শেষবার রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রেম চোপড়াকে।
গত কয়েকদিন ধরে বেশ অসুস্থই ছিলেন অভিনেতা প্রেম চোপড়া। গত ৮ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক হয়। শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। তাড়াতাড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে বলেই দেখা যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, টানা চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। শনিবার হাসপাতাল থেকে ছুটি পান। বর্তমানে বাড়ি ফিরে এসেছেন অভিনেতা। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তবে হাসপাতাল থেকে অভিনেতা বাড়ি ফেরায় কিছুটা স্বস্তিতে তাঁর অনুরাগীরা।
এদিকে, সুস্থ রয়েছেন ধর্মেন্দ্রও। গত ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন বলিউডের 'হি-ম্যান'। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। অন্যদিকে, ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা মালিনী। গত ১২ নভেম্বর বাড়ি ফেরেন তিনি। আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর জন্মদিন। এবার পালা ৯০ তম জন্মদিনের। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না হেমা। শুধু এলাহি খাওয়াদাওয়াই নয়। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই নাকি থাকবেন আমন্ত্রিতদের তালিকায়। বাড়িতে তৈরি হওয়া উদ্বেগের পরিবেশ কেটে ফের বাড়ি গমগম করে ওঠার অপেক্ষায় প্রায় সকলে।
