সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সদ্য মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে ভিকি-ক্যাটরিনার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে! স্বামী-স্ত্রীর বয়সের পাঁচ বছরের ফারাক। ক্যাটরিনা বর্তমানে ৪২ আর ভিকি কৌশলের বয়স ৩৭। মাঝে শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব বেড়েছিল! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন ভিকি-ক্যাটরিনা। এবার ক্যাট সুন্দরীর সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার 'ফর্মূলা' ভাগ করে নিলেন ভিকি।
তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। তাঁদের অন্দরমহলে কখন, কী হয়? সেসব নিয়ে চর্চা, জল্পনা বিস্তর। এবার নিজমুখেই নিজের 'বেডরুম সিক্রেট' ফাঁস করলেন ভিকি কৌশল। 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ের এক সম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেই অভিনেতাকে দাম্পত্য চাঙ্গা রাখার টিপস জিজ্ঞেস করেন শোয়ের দুই সঞ্চালিকা। ভিকি কৌশলের উদ্দেশে কাজল-টুইঙ্কল প্রশ্ন ছোড়েন, স্বামী-স্ত্রী'র মধ্যে ভালো কথোপকথন না তৃপ্ত যৌনমিলন, কোনটা সম্পর্কে বেশি জরুরী? জবাবে অভিনেতা বলেন, "কথাবার্তা তো চলতেই থাকে সবসময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!" এহেন 'গুগলি'র মুখে যে ভিকি এমন জবাব দেবেন সেটা সম্ভবত কল্পনাও করতে পারেননি কাজল-টুইঙ্কল! অতঃপর নিজেরাই হেসে গড়িয়ে পড়লেন।
বিয়ের চার বছরেও প্রেমে হাবুডুবু খান তারকা দম্পতি। তবে কোনওদিনই নিজেদের দাম্পত্য নিয়ে খোলামেলা মন্তব্য করেননি ভিকি কিংবা ক্যাটরিনার কেউই। 'বেডরুম সিক্রেট' লাইমলাইটের অন্তরালে রাখতেই পছন্দ করেন তাঁরা। তবে এই প্রথমবার কাজল-টুইঙ্কলের 'রসিক প্রশ্নবাণে'র মুখে ভিকি কৌশল যা জবাব ছুড়লেন, তাতে হইচই নেটভুবনে। অনুরাগী থেকে ক্যাটরিনার স্বামী এবং বর্তমানে তাঁর সন্তানের বাবা, ভিকি কৌশলের ব্যক্তিগতজীবন প্রতিদ্বন্দ্বীদের কাছে বরাবর ঈর্ষণীয়। বিয়ের আগে দু'জনেই অন্য সম্পর্কে ছিলেন। তবে সেসব এখন অতীত। বর্তমানে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোয় সন্তান নিয়ে সুখের ঘরকন্নায় ব্যস্ত দম্পতি। আগামী ১৩ নভেম্বর আমাজন প্রাইমে সংশ্লিষ্ট পর্বের সম্প্রচার হবে। তার প্রাক্কালেই এক টিজারে ভিকির মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে! যা দেখে অনুরাগীদের রসিকতা, 'ক্যাটরিনা ভালো শিক্ষিকা হলে ভিকিও বাধ্য ছাত্র!'
