shono
Advertisement
Vijay Varma

মানসিক অবসাদে ভুগছিলেন বিজয়, দুঃসময়ে পাশে দাঁড়ান এই স্টারকিড! কে তিনি?

বন্ধু, পথপ্রদর্শক হিসেবে কে দাঁড়িয়েছিলেন বিজয়ের পাশে?
Published By: Arani BhattacharyaPosted: 04:20 PM Nov 09, 2025Updated: 04:20 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙেছে কয়েক মাস আগেই। সেই রেশ জীবন থেকে এখনও কাটেনি অভিনেতা বিজয় বর্মার। তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। এই পরিস্থিতিতে জীবনে কঠিন সময় এসেছে বটে তবে সম্পর্ক ভাঙার পর যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বিজয় তার থেকেও হয়তো কঠিন পরিস্থিতি কাটিয়ে এসেছেন তিনি জীবনে প্রায় বছর চার-পাঁচ আগে। সেইসময় বন্ধু, পথপ্রদর্শক হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন আমিরকন্যা ইরা খান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন বিজয়। তিনি বলেন, "ইরা না থাকলে আমি হয়তো এই দুনিয়াতেই থাকতাম না। নিজের বাড়ি ছেড়ে মুম্বইয়ের ফ্ল্যাটে এসে থাকছিলাম অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করার জন্য। আমার বাবা আমার এই সিদ্ধান্তে একেবারেই পাশে ছিলেন না। তিনি সবসময় চাইতেন যে আমি পারিবারিক ব্যবসায় মন দিই। কিন্তু আমি বরাবর চেয়ে এসেছি একজন অভিনেতা হতে। করোনাকালে বাড়ি থেকে যখন আমি অনেক দূরে মুম্বইতে একা থাকছি তখন একাকিত্ব আমাকে গ্রাস করেছিল। পরিবারের সকলের কথা খুব মনে পড়ত। ওই ফ্ল্যাটের একচিলতে বারান্দা আর মাথার উপরের ওই আকাশই ছিল আমার একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা।'

বিজয় আরও বলেন, 'হয়তো ওইভাবে চলতে থাকলে আমি নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্তও নিতে পারতাম। আমার এই কঠিন পরিস্থিতির কথা একমাত্র বুঝেছিল ইরা। ওর সঙ্গে 'দহাড়' ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। ও প্রথম যে আমাকে এই বিষয়ে সজাগ করে বলেছিল তুমি মানসিক অবসাদে ভুগছ। সঠিকভাবে নিজেকে চালনা না করতে পারলে খুব সমস্যায় পড়বে। এরপর ও নিজেই আমাকে ওর অনলাইন যোগব্যয়াম্যার ক্লাসে নিয়মিত অংশ নিতে শুরু করি। এরপর ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ করতে শুরু করি। আমার জীবনের এই নতুন মোড় আনার ক্ষেত্রে ইরার বিরাট এক ভূমিকা রয়েছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন বিজয়। তিনি বলেন, "ইরা না থাকলে আমি হয়তো এই দুনিয়াতেই থাকতাম না।'
  • 'নিজের বাড়ি ছেড়ে মুম্বইয়ের ফ্ল্যাটে এসে থাকছিলাম অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করার জন্য।'
  • 'আমার বাবা আমার এই সিদ্ধান্তে একেবারেই পাশে ছিলেন না। তিনি সবসময় চাইতেন যে আমি পারিবারিক ব্যবসায় মন দিই।'
Advertisement