সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। জুবিন গর্গ আবেগে ভর করে অসমের বিনোদুনিয়া, বক্সঅফিস যখন চাঙ্গা হচ্ছে, তখন এমন আবহে প্রয়াত গায়কের শেষ সিনেমার 'পাইরেটেড ভার্সন' ছড়িয়ে বিপাকে ইউটিউবার।
৩১ অক্টোবর মুক্তি পেয়েছে জুবিন গর্গ অভিনীত শেষ ছবি 'রই রই বিনালে'। শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য পয়লা দিন থেকেই অশ্রুসিক্ত নয়নে দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন অনুরাগীরা। ফলত বিভিন্ন প্রান্তের হল হাউসফুল ছিল। এমনকী অগ্রীম বুকিংয়ের অবিশ্বাস্য হিড়িক দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অসমের সিনেবিশেষজ্ঞরাও। দর্শকমহলের তুমুল চাহিদায় একাধিক বন্ধ প্রেক্ষাগৃহের দরজাও খুলেছে জুবিন ম্যাজিকে। এককথায় ওপেনিং ইনিংস থেকেই অসমের বক্স অফিসে বাজিমাত করেছে 'রই রই বিনালে'। এমন আবহে জানা যায়, সুযোগ বুঝে জুবিনের শেষ ছবির পাইরেসি ভার্সন বিকোচ্ছে রমরমিয়ে! কে বা কারা এর নেপথ্যে? পয়লা দিন থেকেই মূলচক্রীর খোঁজে ছিল অসম পুলিশ। বৃহস্পতিবার শেষমেশ লখিমপুরের গোয়ালপাড়া অঞ্চল থেকে গ্রেপ্তার করা হল সেই ব্যক্তিকে।
অভিযুক্তের নাম রফিকুল ইসলাম। জানা যায়, ওই ব্যক্তি তার নিজস্ব ইউটিউব চ্যানেল 'রফিকুল আর ব্লগ'-এ জুবিনের 'রই রই বিনালে'র একাধিক দৃশ্য আপলোড করে ছড়িয়ে দিয়েছিলেন। যা দেখে ক্ষুব্ধ হন প্রয়াত গায়কের ভক্তরা। ফলত অসমের পানবাজার থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই সাইবার ক্রাইম শাখার তরফে খোঁজ চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত 'কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন'-এর তহবিলে। যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ লাগানো হবে। আর সেই সিনেমার দৃশ্য চুরি করে গ্রেপ্তার অসমের ইউটিউবার।
প্রসঙ্গত অসমের মোট ৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে 'রই রই বিনালে'। জুবিনের অন্তিম সিনেমা দেখার জন্য টিকিটের চাহিদা এতটাই বেশি যে, হল মালিকরা 'কান্তারা চ্যাপ্টার ১', 'থামা'র মতো সিনেমাগুলির শো বাতিল করে 'রই রই বিনালে'র শো বাড়াতে বাধ্য হয়েছেন। 'সকাল থেকে রাত অসমের প্রায় প্রতিটা স্ক্রিনে শুধু জুবিন ম্যাজিক চলছে, চলবেও', এমনটাই মত অনুরাগীদের। শুধু তাই নয়, কোভিডকালে বন্ধ হওয়া সিঙ্গলস্ত্রিন জাগিরোডের গণেশ টকিজের দুয়ারও খুলেছে প্রিয় 'জুবিনদা'র জন্যই।
